ফাঁসির মঞ্চে যাওয়ার আগে জেলখানার হুজুর আসামীকে তাওবা পড়াতে এলে, আসামী বললেন- ''তোমাদের সমাজের পাপাচার আমাকে স্পর্শ করতে পারেনি। আমি কখনো কোনো পাপকর্মের সঙ্গে যুক্ত ছিলাম না। আমি নিষ্পাপ। তুমি এখন যেতে পারো, আমি ঘুমাবো।’'
এরপরে, ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে তাঁর দৃপ্ত পদাবলী-
“জন্মেছি, সারা দেশটাকে কাঁপিয়ে তুলতে, কাঁপিয়ে দিলাম।
জন্মেছি, তোদের শোষণের হাত দুটো ভাঙব বলে, ভেঙে দিলাম।
জন্মেছি, মৃত্যুকে পরাজিত করব বলে, করেই গেলাম
জন্ম আর মৃত্যুর বিশাল পাথর রেখে গেলাম
পাথরের নিচে, শোষক আর শাসকের কবর দিলাম
পৃথিবী, অবশেষে এবারের মতো বিদায় নিলাম।”
জন্মভূমির মানুষদের মাঝে কিছু বেঈমানের উপর কতটুকু ক্ষোভ থাকলে একজন মানুষ বলতে পারেন- ''আমি আমার পবিত্র শরীরে তোমাদের হাত লাগাতে চাই না।''
বাংলার মানুষের প্রতি সেই ফাঁসিতে ঝোলা মানুষের শেষ বাণী- ''আমার মৃত্যুর বদলে আমি সাধারণ মানুষের শান্তি কামনা করছি।''
উপরের কবিতা আবৃত্তি করা মানুষটি কর্নেল তাহের। বেঈমানদের উপর ক্ষোভ ঝেড়ে উপরের কথাগুলো বলেছিলেন সেই কর্নেল তাহেরই! আবার, বাংলার মানুষের প্রতি অকৃত্রিম অনুরাগ দেখানো মানুষটিও তিনিই!
ব্লগে এমন কেউ কি আছেন তাঁকে কাছ থেকে দেখেছিলেন। দেখে থাকলে তাঁর কাছে জানতে ইচ্ছা করছে- কর্নেল তাহের নামের মানুষটি'র অপরাধ কি ছিল? অপরাধ করে থাকলে, সেটার শাস্তি হিসেবে তাঁর মৃত্যুদণ্ড পাওনা হয়েছিলো ki?
সর্বশেষ এডিট : ২২ শে জুলাই, ২০২২ বিকাল ৫:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




