
গেজ স্কিডমোরের তোলা এই হাস্যোজ্জল মানুষের ছবিটি আমেরিকান বিলিয়নিয়ার মার্ক কিউবানের। ফোর্বস ম্যাগাজিন মার্ক কিউবানের বাজার মূল্য ধরেছে আনুমানিক ৪.৭ বিলিয়ন মার্কিন ডলার। ২০২০ সালের ফোর্বস ৪০০-তে মার্ক কিউবান ছিলেন ১৭৭ নম্বরে। এই পরিসংখ্যান থেকে এই উদ্যোক্তা, টেলিভিশন ব্যক্তিত্ব এবং মিডিয়া স্বত্বাধিকারী'র যোগ্যতা বুঝা যায়। মার্ক এখন পর্যন্ত বিভিন্ন প্রযুক্তি, স্পোর্টস ইত্যাদি ব্যবসায় নাম লিখিয়েছেন।
আমি তাঁর সম্পর্কে বিভিন্ন ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেল থেকে জেনেছি- ছাত্র জীবন থেকেই মার্ক কিউবান নিজেকে একজন ব্যবসায়ী হিসেবে গড়ে তুলেন। ১৯৮২ সালে বিশ্ববিদ্যালয় থেকে পাস করার পরে তিনি একটি কম্পিউটার সফটওয়্যার কোম্পানীতে সেলসম্যান হিসেবে জয়েন করেন। জানা যায়, মার্ক কিউবানকে এক বছরের মাথায় সে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল। এরপরে, তিনি নিজেই একটি সফটওয়্যার রিসেলিং ব্যবসা শুরু করেন।
২০০৩ সালে মার্ক ইরাক যুদ্ধে হতাহত মার্কিন সৈনিকদের জন্যে Fallen Patriot নামক একটি ফান্ড গড়ে তুলেন। ২০০৭ সালে, মার্ক কিউবান ছোটদের জন্যে 'Let’s Go Mavs!' নামের একটি বই লিখেন। এছাড়াও, তাঁর আরেকটি বই ‘How to Win at the Sport of Business: If I Can Do It, You Can Do It’ প্রকাশিত হোয়।
মার্ক বলেছেন-
"প্রত্যেক না আমাকে হ্যাঁ-এর কাছাকাছি নিয়ে যায়।"
"আপনি যদি জানেন কীভাবে বিক্রি করতে হোয়, তবে আপনি কখনই বেকার থাকবেন না।"
"এমন ভাবে কাজ করতে হবে যাতে আপনার ব্যবসা কেউ চুরি করে নিয়ে যেতে চেষ্টা করে।''
"সর্বদা একটি হাসি দিয়ে জেগে উঠুন, জেনে রাখুন যে, আজ আপনি যা এমন একটি কাজ করতে সমর্থ হবেন যা অন্যরা করতে ভয় পায়।''
আজ মার্ক কিউবানের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানাই।
সর্বশেষ এডিট : ৩১ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




