
আজ সমাহ্যোয়ার ইন ব্লগের ফেসবুক গ্রুপে একজন ব্লগার লিখেছেন- "বর্তমান ব্লগারগণ আর তাহাদের লেখার মানঃ আহা!"
আমি সেই ব্লগারকে চিনি না। তিনি কেমন লিখেন বা লিখতেন তাও জানি না! তাঁর নিকটা জানতে পারলে হয়তো বলতে পারতাম তিনি ব্লগিং শুরু করার পরে প্রথম দিকে কেমন ব্লগিং করতেন।
যাই হোক, ব্লগে আমার মতো অনেকেই ভালো লিখতে পারেন না। এর কারণ এমন হতে পারে যে, ব্লগিং কিভাবে করতে হয় তা এই নতুন ব্লগাররা জানেন না। তারা হয়তো ভালো গল্পকার বা কবি, কিন্তু ব্লগিংটা সব সময়ই তাদের কাছে গল্প বা কবিতা/ছড়া লেখার মতো সহজ হয়ে উঠে না।
এই নতুন প্রজন্মের ব্লগারদের সময় দিতে হবে। তাদেরকে বিকশিত হতে সাহায্য করতে হবে। অহেতুক খোঁচাখুঁচি না করে নতুন প্রজন্মের ব্লগারদের সাহায্য করুন।
আমাদের মনে রাখা জরুরী- একটি ছোট পোকাকে প্রজাপতি হতে সময় দিতে হয়। প্রজাপতি হওয়ার আগেই তাঁকে মেরে ফেললে, আমরা কি বলতে পারবো- প্রজাপতি, প্রজাপতি। কোথায় পেলে ভাই এমনও রঙ্গিন পাখা!
শুভ ব্লগিং!
সর্বশেষ এডিট : ২৫ শে অক্টোবর, ২০২২ বিকাল ৪:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




