
প্রথমেই বলে নিতে হবে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড পই পই করে বলে দিয়েছে যে, তারা এই বিশ্বকাপ নিয়ে ভাবছে না। বরং, পরবর্তী বিশ্বকাপকে সামনে রেখে দল গঠন করা হয়েছে। ২০২৪ সালের বিশ্বকাপকে ঘিরে দলে পরীক্ষা নিরীক্ষা চলছে। সেখানে এই টিম নিয়ে সেমিফাইনালে খেলার আশা দেখানো হুদাহুদি ইমোশন ছাড়া আর কিছু নয়।
বাংলাদেশ টিম ওয়ানডে স্পেশালিষ্ট। টি-টোয়েন্টি ভিনগ্রহের খেলা বলেই মনে হয় এই দলটার কাছে। ওপেনিং-এ দেশ সেরা তামিম নেই। মিডল ওর্ডারে মুশিকে দলের বাইরে রাখা হয়েছে। লোয়ার মিডল ওর্ডারের হার্ড হিটার, পঞ্চ পাণ্ডবের অন্যতম মাহমুদউল্লাহ রিয়াদ বাদ। ফলে, এই ওর্ডারের অন্য ব্যাটাররা খাবি খাচ্ছেন। বোলিং-এ ফিজকে মেরে তামা তামা করে দেওয়া হচ্ছে। অগ্রনায়ক মাশরাফি অবসরে। তার উপর, অস্ট্রেলিয়ার অচেনা পরিবেশ। একদম লেজে-গোবরে অবস্থা!
তারপরো, দেশের মানুষকে কিছু মানুষ কেন যে আশাবাদী করে গাছে তুলে নিচে আছড়ে ফেলতে চান, বুঝি না! এটা এক ধরণের বোকামি।
সর্বশেষ এডিট : ০৬ ই নভেম্বর, ২০২২ দুপুর ২:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



