
সুপ্রিয় ব্লগারগণ,
গতকাল জানিয়েছিলাম যে, ২১টি টি-শার্ট উপহার দিতে চাই। এখন পর্যন্ত যারা আমার অনূরোধে সাড়া দিয়ে আমাকে সম্মানিত করেছেন, তাঁদেরকে অশেষ ধন্যবাদ। একটু কনফার্ম করার জন্যে নিচে তাঁদের নামের ডিজাইন এবং টি-শার্টের সাইজ দিলাম। অনুরোধ থাকবে, কোন ভুল হলে তা শুধরে দেওয়ার জন্যে।
মিডিয়াম সাইজঃ
১) ব্লগার মুনাওয়ার সিফাত-

২) ব্লগার নয়া পাঠক-

লার্জ সাইজঃ
১) ব্লগার সোনাগাজী-

এক্সেল সাইজঃ
১) ব্লগার ভাস্কর রায়-

২) ব্লগার শাহ আজিজ-

৩) ব্লগার জ্যোতির্ময় ধর-

৪) ব্লগার মোঃ মাইদুল সরকার-

৫) ব্লগার রেজওয়ান আহমেদ-

৬) ব্লগার রাজীব নুর-

৭) ব্লগার শামসীর-

৮) ব্লগার মীম মাশকুর-

৯)ব্লগার সৈয়দ ইসলাম-

এক্স এক্সেল সাইজঃ
১) ব্লগার কিরকুট-

ভালোবাসার দুইজন মানুষ যাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি, তাঁরা কিছু জানাননি, কিন্তু, তাঁদের জন্যে দু'টি টি-শার্টের অর্ডার দিয়েছি-
মিডিয়াম সাইজঃ
জানা'পু-

এক্সেল সাইজঃ
কাল্পনিক_ভালোবাসা ভাই -

সবশেষে আমার জন্যে একটি!!!!
সত্যপথিক শাইয়্যান-


সর্বশেষ এডিট : ০৬ ই এপ্রিল, ২০২৩ রাত ১২:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



