
একটি গল্প বলি। বুঝতে সুবিধা হবে। সাগর আর রিয়াদ দুই বন্ধু। একদিন তারা মরুভূমিতে বেড়াতে গেলো। কোন কারণে, সাগর রিয়াদকে একটি থাপ্পর মেরে বসলো। এতে করে রিয়াদ মনে খুব ব্যাথা পেলো। সে তখন বালুতে লিখলো- "আজ আমার সবচেয়ে প্রিয় বন্ধু আমাকে অকারণে একটি থাপ্পর মেরেছে।"
যাহোক, তারা আবার পথ চলতে থাকলো। একটা জায়গায় একটি নদীর মতো পেয়ে তারা গোসলে নামলো। কিন্তু, তারা জানতো না সেখানে চোরাবালি ছিলো। রিয়াদ সেই চোরাবালিতে ডুবে যেতে আরম্ভ করতেই সাগর তাকে সেখান থেকে উদ্ধার করলো।
চোরাবালি থেকে উঠে রিয়াদ এবারে একটি পাথরে খোদাই করে লিখলো- "আমার সবচেয়ে প্রিয় বন্ধু আজ আমার প্রাণ রক্ষা করেছে।"
সাগর খুব অবাক হয়ে জিজ্ঞাসা করলো, আমি জখন তোমায় থাপ্পর মারলাম,
তুমি তা বালুতে লিখলে, আর, এখন প্রাণ রক্ষা করায় পাথরে খোদাই করে লিখছো! ব্যাপারটা কি?'
তখন রিয়াদ তাঁর বন্ধুকে বললো- 'কেউ যদি তোমায় কষ্ট দেয় তাহলে তা বালুতে লিখে রাখা ভালো, যাতে দয়ার বাতাস সেই বালুকে উড়িয়ে দিয়ে কষ্টকে ভুলিয়ে দিতে সাহায্য করে। কিন্তু, কেউ যখন তোমার বিপদে পাশে এসে দাঁড়ায় বা তোমার জন্যে ভালো কিছু করে, তা পাথরে খোদাই করে রেখে দাও যাতে শুধু তুমি নও তোমার ভবিষ্যৎ প্রজন্মও তা মনে রাখে।'
ধন্যবাদ নিরন্তর, আদানী পাওয়ারকে। বাংলাদেশে বড় দুঃসময়ে আপনারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। নাহলে, পায়রা বিদ্যুৎ প্রকল্প ফেইল করার ফলে আমাদের দেশ শ্রীলংকার মতো পরিস্থিতির সম্মুখীন হতে পারতো।
সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০২৩ বিকাল ৪:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




