
লিংকডইনে দেখতে পেলাম, MTFE-এর ভারত শাখায় ইউসুফ বক্সওয়ালা যখন আঞ্চলিক ব্যাবস্থাপক হলেন, তখন তাকে শুভেচ্ছা জানিয়ে MTFE একটি শুভেচ্ছা কার্ড পাঠায়। তাতে, ১০-টি ব্যংকের সাথে এই কোম্পানির লেনদেন আছে উল্লেখ করে সেই প্রতিষ্ঠানগুলোর লোগো ব্যবহার করা হয়। প্রশ্ন হচ্ছে, এইসব ব্যাংক তখন বা এখন চুপ করে আছে কেন?
দৈনিক প্রথম আলো আর দৈনিক কালবেলা দেরীতে হলেও ভালো রিপোর্টিং করছে বাংলাদেশ-ভারত-শ্রীলংকার মানুষদের কোটি কোটি ডলার মেরে দেওয়া পুঞ্জি এপ MTFE নিয়ে। একটু খোঁজ নিয়ে জানতে পারলাম, এই কোম্পানীটি ২০২৩ সালে শ্রীলংকার প্রিমিয়ার লীগে স্পন্সর ছিলো। আরো একটু স্টাডি করে দেখলাম, জোনাস লুডউইগ নামে আইসল্যান্ডেও একজন সি,ই,ও আছেন। তাহলে, পুরো পৃথিবী জুড়ে এদের দৌরাত্ম্য? এটা এতো দিন জানা গেলো না কেন?
আরো বড় প্রশ্ন হচ্ছে, ডলার না হয় বিদেশে চলে গিয়েছে, কিন্তু, এই ডলারকে পুঞ্জি করে যারা উঁচু লেভেলে ব্যবসা করেছে, যারা এতো দিন এই এপের মাধ্যমে অন্যদের টাকা মেরে দিয়ে ধনবান হয়েছে, সেই মানুষগুলো এখন কোথায়? তাদের টাকাপয়সা কোথায় রেখেছে তারা? আর, মানুষকে প্রলোভন দেখানো নিচের মানুষগুলোর শাস্তি কি? সবাই সরকার এবং এডমিনিস্ট্রেশনকে দোষ দিচ্ছেন, কিন্তু এই এপগুলোতে অনৈতিক ভাবে পুঞ্জি খাটানো মানুষগুলোর কি কোন দোষ নেই! আর, ঐসব অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোর কি কোন শাস্তি হবে না?



সর্বশেষ এডিট : ২১ শে আগস্ট, ২০২৩ রাত ৮:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



