
ছেলেটার নাম হৃদয়। সিলেট বিমানবন্দরের টার্মিনাল ভবনের ভিতরে জুতা-পালিশ সার্ভিস দেন। বিমানবন্দরের ভিতরে?! জ্বী, ঠিকই পড়েছেন। টার্মিনালের ভিতরে হৃদয়কে জুতা-পালিশ সার্ভিস করার দায়িত্ব দিয়েছেন সিলেট বিমানবন্দরের ডিরেক্টর।
আমি এমন অভিনব একটি দৃশ্য দেখে পাশ কাটিয়ে চলে যাচ্ছিলাম। হৃদয় আমাকে ডেকে তার সামনে রাখা সিংহাসনে বসতে বললেন। আমি হেসে বললাম- 'আপনি আমাকে যে সম্মান দিয়েছেন, তা-ই যথেষ্ট। আমার সিংহাসনে বসা লাগবে না।"
এরপরে, তিনি আমাকে এক কাপ চা পান করার আমন্ত্রণ দিলেন। চা খেতে খেতে আর আমার জুতা পালিশ করতে করতে, হৃদয় জানালেন যে, জার্মানির কোন বিমানবন্দরে দেখে এসে এমন একটি সার্ভিস সিলেটে শুরু করার চিন্তা করেন বিমানবন্দরের ডিরেক্টর। তারপরই, শুরু।
অনেকেই হয়তো হাসা-হাসি করবেন। কিন্তু, প্রয়োজনীয় এই সার্ভিসটি দৃষ্টিনন্দন ভাবে উপস্থাপন করার জন্যে সিলেট বিমানবন্দর কর্তৃপক্ষকে ধন্যবাদ। সিলেট ছাড়ার আগে আমি একজন অফিসারকে অভিনন্দন জানিয়ে এলাম।
সর্বশেষ এডিট : ২০ শে অক্টোবর, ২০২৩ দুপুর ১:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




