টিকটিকি হয়ে ফড়িং, উড়লো যে আকাশে,
হলো তারা টিকড়িং, ঝাপ দিয়ে বাতাসে।
কুকুর বলে ভালুকে, ''এসো করি সন্ধি,
কুকুলুক হলে পড়ে, হবো না আর বন্দি।''
...
মাছের মত বিড়াল মাসী, সাঁতরাতে পারে না,
মাছাল হয়ে গেলো কাশী, না করে কান্না।
ঘোড়া দেখে কোয়েলে, ঘুম দেয় কত,
হতো যদি ঘোড়ালে, বসতো সে শত।
...
কাক করে কা কা, ''বাঘ গেছে বনে,
কাঘ হয়ে দৌড়ুবো, হরীণের সনে।''
শুশুক উঠে লাফিয়ে, বান্দর গাছে,
শুশুন্দর বনে তারা, মানবের কাছে।
সর্বশেষ এডিট : ২২ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




