
শব্দ স্রষ্টার এক অনুপম সৃষ্টি। শব্দের মাধ্যমেই খোদা তাঁর সৃষ্টির কাছে পৌঁছেছেন। শুধু তা-ই নয়, 'হও' শব্দের মাধ্যমেই স্রষ্টা তাঁর সৃষ্টিজগত তৈরী করেছেন। শব্দ যদি না থাকতো, আসমানী কিতাব হয়তো আমাদের কাছে অন্য কোন মাধ্যমে পৌঁছাতো!
অন্যদিকে, শয়তানের অস্ত্রও ঐ 'শব্দ'-ই! স্রষ্টা প্রদত্ত ক্ষমতাবলে শয়তান এই শব্দ ব্যবহার করেই মানুষকে কুমন্ত্রণা দিয়ে বিপথে যেতে আস্কারা দেয়। শয়তানের শব্দশৈলীতে পরাস্ত হয়ে কত খারাপ কিছুই তো মানুষ ঘটিয়ে থাকে!
আজ যদি শব্দ ব্যবহারে আমাদের রাজনৈতিক দল, ব্যবসায়িক সমাজ ও সামাজিক সংগঠনগুলো সাবধান হতো, তাহলে কি দেশ কি আরও এগিয়ে যেতো না? অবশ্যই যেতো! এই সাবধানতা অবলম্বনে মানুষের আরও উন্নতি ঘটতো, নিশ্চিত!!!
তাই, বলছি, সাধু সাবধান! আপনি খোদার শক্তিতে বলিয়ান হবেন নাকি শয়তানের সাথী হবেন, সেই সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে!
সর্বশেষ এডিট : ০৬ ই জুন, ২০২৪ রাত ৯:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



