আসাদ নুরকে চিনতাম না। সামুর ব্লগার বাউন্ডুলের পোষ্ট পড়ে ফেবুতে খোঁজ নিলাম। আসাদের ব্লগ পড়ে এবং ভ্লগ দেখে মনে হলো, তিনি বিবেকহীন একজন মানুষ। মানসিক প্রতিবন্ধী ধরণের। এইসব নেগেটিভ মানুষ থেকে দূরে সরে থাকাটা উত্তম।
আসাদ নুর কি সামুতে লিখেন বা লিখতেন? জানি না। আমি বাজে চিন্তার মানুষদের পোস্ট খুব কম পড়ি। খোঁচাখুঁচি করা আমার স্বভাব-বিরুদ্ধ। যারা খুঁচাখুঁচি করেন, তাদেরকে এড়িয়ে চলি। আমার এক নানাকে আমি এখন এড়িয়ে চলছি শুধু এই কারণেই।
আসাদ নুরের ক্যান্সার হওয়ায় স্যোশাল মিডিয়ায় অনেকে আলহামদুলিল্লাহ বলছেন। এই মানুষদের মাথায় গোবর ভর্তি। এরা সৃষ্টিশীল ভাবে সমালোচনা করতে পারে না। তাই, ধর্ম ব্যবহার করে। অথচ, এরা হয়তো ঠিক করে সূরা ফাতেহার অর্থও বলতে পারবে না।
আসাদ নুরের ক্যান্সারের খবরে আমি কেন আলহামদুলিল্লাহ বলিনি? আসলে, একজন বাজে মানুষের পিছনে আল্লাহর দেওয়া সুন্দর একটি শব্দ ব্যবহার করা সময়ের অপচয় বলেই মনে করি।
সামুর সবাই ভালো থাকুন, সুস্থ্য থাকুন।
সর্বশেষ এডিট : ০৭ ই জুন, ২০২৪ দুপুর ২:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



