যে দেশের মানুষ যে রকম, তাদের নেতারাও তাদের মতো হয়ে থাকে। অথচ, পত্রপত্রিকা পড়ে যা জানছি, তা দেখে মনে হয়, দেশ শেষ হয়ে যাচ্ছে। কিন্তু, বাংলাদেশের বেশির ভাগ মানুষই তো ভালো। আমি এ কথা কিভাবে বললাম? বলছি।
আমার বাবা একজন সৎ সরকারী চাকুরীজীবী ছিলেন। তাঁর ৫ ছেলেও সৎ। আমার চাচা-ফুফা, মামা-খালুদের কাউকেই ঘুষ খেয়েছেন বা দূর্নীতি করেছেন বলে শুনিনি। আমার খুব কাছের বন্ধু তন্ময় গত বছর মারা গেলো। সে বড় ব্যবসায়ী ছিলো। খুব ভালো ছেলে হিসেবে সুনাম করতো সবাই।
আমাদের বাসার কাজে বুয়া ছোটকাল থেকে আমাদের পেলেছেন। তিনি সৎ। কখনো আমাদের বাসার কোন জিনিস চুরি করেন নাই। ঐদিন দেখলাম বয়সের ভারে কুজো হয়ে যাওয়া একজন মানুষ রিক্সা চালাচ্ছেন। তিনি অসৎ হয়ে থাকলে এই বয়সে রিক্সা চালাতেন? আমাদের বাড়ির দারোয়ান বয়স্ক। তিনি যদি অসৎ হতেন, শান্তিতে রাতে ঘুমাতে পারতাম না আমরা।
এবারে আসি ব্লগারদের ব্যাপারে। আমি খুব কাছ থেকে ব্লগার বিদ্রোহী ভৃগু আর রাজীব নূরকে দেখেছি। তাঁরা অসৎ নন। জাদীদ ভাইকে যতটুকু জানি, তিনিও অসৎ হতে পারেন না।
তাহলে, সমস্যা কোথায়!!!??? আমার আশেপাশের মানুষ সৎ, আমি সৎ, খুঁজে দেখুন, আপনার আশে-পাশেও একই অবস্থা। তাহলে!!! দেশ রসাতলে যাচ্ছে কিভাবে!!!
দেশের মানুষ ভালো হলে, দেশের নেতারাও ভালো হবার কথা। তাহলে!!!
সর্বশেষ এডিট : ০৯ ই জুন, ২০২৪ সন্ধ্যা ৬:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



