
গতকাল শায়মা আপুনি মাকাল ফল নিয়ে একটি ছড়া লিখেছিলেন। সাথে ঐ ফলের ছবিও দিয়েছেন। আমার কাছে মনে হয়েছে, মাকাল ফল দেখতে আপেলের মতো। আর, এই আপেল নিয়ে জর্জ বার্নার্ড শো বলেছেন - "তোমার এবং আমার কাছে যদি একটি করে আপেল থাকে, এবং আমরা পরস্পর যদি সেই আপেল দুটি বিনিময় করি, তাহলে, দুজনের কাছেই একটি করে আপেল রয়ে গেলো। কিন্তু, আমাদের দুজনের একটি করে আইডিয়া থাকে, এবং, আমরা যদি সেই আইডিয়া দুইটি পরস্পর বিনিময় করি, তাহলে, দু'জনের কাছেই দুইটি করে আইডিয়া থাকবে।"
এই কথা চিন্তা করেই, আমি আমার সব আইডিয়া ওপেন করে দিয়েছি। আশা করি, সবার কাজে লাগবে। আমার আইডিয়াগুলো কেমন হলো, আশা করি জানাবেন।
আইডিয়াগুলো ডাউনলোড করার লিংক - view this link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


