ধ্বংসস্তূপের মাঝে উড়ে যায় পতাকা,
বাংলাদেশের হৃদয় বলে, 'হতে হবে একসাথে থাকা।'
বিভেদের দেয়াল ভেঙে, আমরা একজোট,
তোমার হাত ধরে, এগিয়ে চলি অটুট।
.
একতার শপথ নিলাম আজ,
সব দল, সব পথ, একটাই কাজ।
বাংলার মাটিতে, ঐক্যের তলে,
জয় হবে আমাদের, সব বিভেদ ভুলে।
.
ধর্ম, দল, ভেদাভেদ ছেড়ে,
একসূত্রে গাঁথি দেশের ফুলে।
মুহাম্মদ Yunus এর আহ্বান শুনে,
সত্যের পথ ধরি, একতার গুণে।
.
একতার শপথ নিলাম আজ,
সব দল, সব পথ, একটাই কাজ।
বাংলার মাটিতে, ঐক্যের তলে,
জয় হবে আমাদের, সব বিভেদ ভুলে।
.
সকল আঘাতের পরও দাঁড়াই শক্তি হয়ে,
বাংলাদেশের গল্প লিখি, একতার মালা গেঁথে।
আকাশে উড়ুক পতাকা, রক্তে রাঙা,
একতার পথে এগোই, দিন বদলের অঙ্গীকার জানা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



