আমার জীবনে যত শখ আছে, তা একে একে পূরণ করছি। খোদাকে এজন্যে অশেষ ধন্যবাদ। আমার অনেক শখগুলোর একটি হচ্ছে - গাড়ি। আজ কেন যেন মনে হলো, আমার পুরনো আর নতুন গাড়িগুলো নিয়ে লিখি।

আমার প্রথম তিনটি গাড়ির কোন ছবি আমার কাছে নেই। মোবাইলে চুরি হয়ে যাওয়ায় সেগুলো হারিয়ে গেছে। যদিও আমি প্রথম গাড়িটি কিনি ২০০৫ সালে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের থেকে পাশ করেই। সেগুলো ছিলো টয়োটা এবং মিটসুবিশির কোম্পানির।যাহোক, জীবনের ৪র্থ গাড়ি ছিলো ছবিতে দেওয়া Nissan X-Trail. আর্জেন্টিনার একজন ফ্যান হিসেবে গাড়ির বনেটে প্রথম দিনেই ঝুলিয়ে দিয়েছিলাম সেই দেশের পতাকা! আমার আব্বুকে অফিস থেকে দেওয়া Nissan Petrol Land Cruiser দেওয়া হয়েছিলো। তাই স্মৃতির প্রতি একটি টান থেকেই নিজের গাড়ি হিসেবে নিসান ব্রান্ডকে বেছে নেওয়া।

আমার ৫ম গাড়ি ছিলো আরামদায়ক Toyota Premio. বেশ অনেক দিন আমাকে সার্ভিস দিয়েছে গাড়িটি! এখনো গাড়িটির কথা মনে পড়ে। ব্যবসায় মার খাওয়ার পরে, গাড়িটি বেঁচে দিতে হয়।

আর, আগামী কয়েক দিনের মাঝে আমার কাছে আসতে যাচ্ছে আমার স্বপ্নের Toyoyta Allion. ইনশাআল্লাহ। আমার জন্যে ৬ষ্ঠ এই গাড়িটি স্বপ্নের এই কারণে এই যে, গাড়িটি চড়তে খুব মজা! রিসেইল ভ্যালু খুব ভালো।
আর, ২০২৬ সালে একটি Prado কেনার ইচ্ছা আছে। এখনই কিনতে পারতাম। কিন্তু, এইটা মেইন্ট্যানেন্স খুব কস্টলি! আর, আমি যে বাসায় থাকি, সেই বাসার গ্যারেজে জায়গা হবে না।
সর্বশেষ এডিট : ২৬ শে এপ্রিল, ২০২৫ রাত ৯:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



