বাংলাদেশে যেমন অনেক জ্ঞানী মানুষদের জন্ম, সুফি-দরবেশদের দেখা যায়, ভারত - পাকিস্তানেও অনেক জ্ঞানী মানুষের সূতিকাগার। কাওয়ালী সম্রাট উস্তাদ নুসরাত ফতেহ আলী খানের জন্ম পাকিস্তানে, কিন্তু ভারতে তিনি তুমুল জনপ্রিয় ছিলেন। আমার খুব পছন্দের একজন গায়ক। আধ্যাত্মিক সাধক বুল্লেহ শাহের মাযার বর্তমান পাকিস্তানের পাঞ্জাবে। কিন্তু, তাঁর গানকে জনপ্রিয় করা রাবি শেরগিলের বাড়ি ভারতে।
এভাবে, খাজা মঈনউদ্দিন চিশতী (রহঃ), নিজামউদ্দিন আউলিয়ার মাযারও ভারতে। বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী ও স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মওলানা আবুল কালাম আজাদের কবরও ভারতে। সিলেট বিজয়ী হযরত শাহ জালাল (রহঃ)-এর মামা সৈয়দ আহমেদ কবির সোহরাওয়ার্দী (রহঃ)-এর মাযার পাকিস্তানে। বিজ্ঞানী এপিজে আবদুল কালামও ভারতের মানুষ। এরকম অনেকেই আছেন!
আমার মনে হয়, ভারত, পাকিস্তানে যেমন আছেন, তেমনি বাংলাদেশেও কিছু দুষ্টু লোক নিজেদের স্বার্থে ভারত-পাকিস্তান-বাংলাদেশের মধ্যে শান্তি চান না। এই দেশগুলোর সরকারগুলো এই মানুষদের আশ্রয়-প্রশ্রয় দেন, নিজেদের অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার জন্যে। এইসব দেশগুলোর মাঞ্ঝে ভেজাল লাগিয়ে অস্ত্র বিক্রি করতে চায় এই লোকগুলো।
আমাদেরকে এইসব মানুষ থেকে সাবধান থাকতে হবে। আমি নিজে ভারত - পাকিস্তান তথা ভারতীয় ও পাকিস্তানীদের সাথে খারাপ সম্পর্ক চাই না।
সর্বশেষ এডিট : ৩০ শে এপ্রিল, ২০২৫ রাত ৮:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



