আমার ৭ বছর ১১ মাসের ব্লগিং ক্যারিয়ারে ১০,০৭৩টি কমেন্ট করেছি। প্রতি পোস্টে গড়ে যদি ২টা করে কমেন্ট করে থাকি, তাহলে, আমি কম করেও ৫০০০টি পোস্ট পড়েছি। এর অর্থ, বছরে প্রায় ৭০০ পোস্ট, আর দিনে ২টি করে পোস্ট আমার রিডিং লিস্টে ছিলো।
ব্লগারদের হতে হবে জাতির অগ্রনায়ক। অতীতে বাংলাদেশের বড় বড় আন্দোলনে কিংবা রাজনৈতিক, সামাজিক বা অর্থনৈতিক ক্ষেত্রে আমাদের ব্লগাররা নেতৃত্ব দিয়েছেন। এটা সম্ভব হয়েছে, পুরনো ব্লগারদের উচ্চমানের চিন্তা-ভাবনার কারণে। কিন্তু, ইদানীং দেখা যাচ্ছে, কিছু ব্লগার অতি নিম্ন মানের পোস্ট/কমেন্ট করেন।
যেমন, একজন ব্লগার কমেন্ট করেছেন, ইসলাম পালন করলে ১৪০০ বছর আগে ফিরে যেতে হবে। অথচ, এই ব্লকগার জানেনই না '১৪০০ বছর আগে' এবং '১৪০০ বছর ধরে' - শব্দগুচ্ছের মাঝে কি সম্পর্ক! এটা খুবই লজ্জার ব্যাপার।
তর্কের খাতিরে যদি ধরেও নেই যে, ইসলাম ১৪০০ বছর আগে এসেছিলো, এবং যারা এই ধর্ম গ্রহণ করেছিলেন তাঁরা একটি সভ্যতার গোড়াপত্তন করেছিলেন এবং সেই ধর্মের রীতিনীতি মেনে চলতেন। কিন্তু, সেই আইন-কানুন, রীতি-নীতি তো এখনো মুসলমানরা মেনে চলেন। অর্থাৎ, সেই সভ্যতা এখনো টিকে আছে।
ইসলাম ছাড়া আর পুরনো সভ্যতাই ধ্বংস হয়ে গিয়েছে। মিশরীয় সভ্যতা বলুন কি, পারসীয় সভ্যতা অথবা মায়া কিংবা মেসোপটেমিয়া সভ্যতা, কোনটাই টিকে নেই। সেগুলোর কোন নাম-নিশানা আজকালকার মানুষদের মাঝে পাবেন না।
একমাত্র ইসলামী সভ্যতাই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, হাজার হাজার বছর ধরে!
সর্বশেষ এডিট : ০৪ ঠা মে, ২০২৫ দুপুর ১২:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



