মানব জাতি
- সত্যেন্দ্র নাথ দত্ত
============
জগত জুড়িয়া এক জাতি আছে
সে জাতির নাম মানুষ জাতি।
এক পৃথিবীর- স্তন্যে লালিত
একই রবি শশী মোদের সাথী।
দোসর খুঁজি ও বাসর বাঁধি গো
জলে ডুবি, বাঁচি পাইলে ডাঙ্গা,
কালো আর ধলো, বাহিরে কেবল
ভিতরে সবারই সমান রাঙ্গা।
বাহিরের ছোপ, আঁচড়ে সে লোপ
ভিতরের রঙ পলকে ফোটে,
বামুন, শূদ্র, বৃহৎ, ক্ষুদ্র
কৃত্রিম ভেদ ধুলায় লোটে।
====
ঈষৎ সংক্ষেপিত
============
সর্বশেষ এডিট : ১৪ ই মে, ২০২৫ রাত ৩:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



