গত কয়েক দিনে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ২৬২-জনকে ভারত থেকে বাংলাদেশে পুশ-ইন করা হয়েছে। বলা হচ্ছে, এই মানুষেরা বাংলাদেশি। তারা ভারতে অনুপ্রবেশ করেছিলো। সত্যিই কি তাই? ভারত থেকে পুশ-ইন নতুন কিছু নয়। অনেক আগে থেকেই এটা চলছে। তারা পুশ-ইন করে, বাংলাদেশ পুশ-ব্যাক করে ফেরত দেয়। এমন চলছেই!
পাকিস্তান থেকে স্বাধীন হওয়ার পরে, আটকে পরা পাকিস্তানী বলতে আমরা জাদেরকে চিনি, তারাও কিন্তু ভারতের বিহার রাজ্যের মানুষ যারা ভারতীয় উপমহাদেশ ভাগ্যের সময়ে আমাদের ভূমিতে এসেছিলেন। পাকিস্তান তাদের নেয় নাই। ফলে, বাংলাদেশই তাদের আশ্রয়ভূমি হয়েছিলো।মায়ানমারও বাংলাদেশে লক্ষ লক্ষ রোহিঙ্গা পুশ-ইন করেছে।
এতো দেশ থেকে বাংলাদেশকেই কেন এমন পুশ-ইনের জন্যে বেছে নিচ্ছে ঐ দেশগুলো? ভারত থেকে আসা মানুষগুলো আসলেই কি বাংলাদেশি? এটা কিভাবে প্রমাণ করছে ভারত? আমাদের জানতে হবে। এক্ষেত্রে, দরকার হলে আন্তর্জাতিক মধ্যস্থতা দরকার। প্রয়োজন হলে জাতিসংঘের মাধ্যমে চেষ্টা করতে হবে।
প্রতিবেশী দেশগুলো এমন করছে কেন বাংলাদেশের সাথে! সেটা আসলেই আশ্চর্যের বিষয়। কোন আলোচনা ছাড়া এমন করাটা আমার মনে হয় মানবাধিকারের লঙ্ঘন।
সর্বশেষ এডিট : ১৫ ই মে, ২০২৫ রাত ৮:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



