বেরিয়েছিলাম উত্তরা যাওয়ার উদ্দেশ্যে। মানিক মানিক মিয়া এভিনিউ পার হওয়ার সময়ে, খামারবাড়ির সামনে গোল চত্বরে হঠাৎ চোখ গেলো। চত্বর ঘিরে সারি সারি মানুষ শুয়ে আছেন। গত সরকারের আমলে আমার এলাকার এরকম মানুষের অবস্থা জানার জন্যে রাতে বের হতাম। তখন, বড় বড় শপিং সেন্টারের সিঁড়িতে বা সামনের ফুটপাতে এরকম মানুষ শুয়ে থাকতে দেখতাম। খুব দুঃখ হতো।
ভেবেছিলাম, বর্তমান সরকারের আমলে এই মানুষগুলোর ভাগ্যে সবার আগে একটা চেঞ্জ আসবে। হা হুতোমি! এই অবস্থা! শোনা যাচ্ছে, এতো বড় ক্ষমতা হাতে পেয়েও অপ্রয়োজনীয় অনেক কাজে হাত দিয়েছেন সরকার সংশ্লিষ্ট মানুষগুলো। অথচ, এই দরীদ্র মানুষগুলোর ভাগ্যে এখন পর্যন্ত কিছুই জুটলো না! নাহলে, এই ঝড়-বাদলার মাসে রাস্তা -ঘাটে ঘুমায় মানুষ!
আমি যদি কখনো দেশের প্রধান হই, বা এমন রষ্ট্রীয় ক্ষমতার অধিকারী হই যেখানে দেশের সকল সম্পদের দায়ভার আমার কাছে থাকবে, তাহলে আমি দেশের যত সরকারী মালিকানায় ক্যাশ থাকবে, তার অর্ধেক দিয়ে দরিদ্রদের বাড়ি -ঘর করে দিয়ে প্রত্যেককে একটা ব্যবসা গড়ে দিবো।
বর্তমান সরকার এটা করতে পারতো। কেন তা করলো না!!! অসহ্য একটা দুঃখ মনটাকে বিষিয়ে দিচ্ছে!
সর্বশেষ এডিট : ২৪ শে মে, ২০২৫ রাত ২:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



