ব্লগের প্রিয় ছোট ভাই-বোনেরা,
আমি আজ এমন এক মহান সত্ত্বার সাথে আপনাদের বন্ধুত্ব করার কথা বলবো, যিনি আপনার সাথে বন্ধুত্ব করার জন্যে হাত বাড়িয়ে রয়েছেন। আপনার কাছের বন্ধু, আপনার পরিবার, এমনকি আপনার পিতা-মাতারা যখন আপনার উপর থেকে আশা ছেড়ে দেন, কিন্তু, তিনি তখন আপনার অপেক্ষায় থাকেন - আপনার ডাকে সাড়া দেওয়ার জন্যে!
তিনি তো তাদের প্রেমিক যাদেরকে অন্য কেউ ভালোবাসে না!
তিনি তো তাদের সাথী যাদের অন্য কোন সঙ্গী নেই!
তিনি সব সমসময়ই আপনাদের কাছ থেকে আপনার মনের কথা শোনার অপেক্ষায় রয়েছেন! তাঁর বাড়িয়ে দেওয়া হাতটা ধরুন, হে বন্ধুরা। তাঁর সাথে সম্পর্ক তৈরী করুন! তাঁর সাথে কথা বলুন - যত ইচ্ছা! যখনই আপনার হাতে একটু সময় থাকবে, পৃথিবীর যেখানেই থাকুন না কেন, তাঁর কাছে আপনার মনের কথা খুলে বলুন - হৃদয়কে খালি করে!
আপনার আর তাঁর এই সম্পর্ক তৈরির মাঝে কোন দেয়াল নেই, কোন বাঁধা নেই!
কারণ, তিনি আমাদের খোদা - সর্বশক্তিমান আল্লাহ্!
সর্বশেষ এডিট : ২৯ শে মে, ২০২৫ রাত ৮:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



