আজ প্রায় ৬ দিন হতে চললো ব্লগের ইসলামী ঘরানার পরিচিত মুখ 'নতুন নকিব'-কে দেখা যাচ্ছে না! তিনি ভালো আছেন তো?
আমি যখন আমার সিভি কিভাবে সাজাবো তা ভেবে কুল কিনারা পাচ্ছিলাম না, ব্লগার নতুন নকিব নিঃশব্দে এগিয়ে এসেছিলেন। মুহুর্তে আমার সিভি তৈরী করে ইমেইল করে পাঠিয়ে দিয়েছিলেন। সিভিতে শব্দচয়ন দেখে মনে হয়েছে, তাঁর ইংরেজি লেভেল খুবই ভালো।
ইসলাম নিয়ে লিখতে পছন্দ করেন ব্লগার নতুন নকিব। তাঁর লেখাগুলো বেশ চিন্তার খোরাক এনে দেয়। যদিও আমি সমর্থন করতে পারি না মাঝে মাঝে।
আশা করি, তিনি ব্লগে ফিরে আসবেন, আগের মতো!
সর্বশেষ এডিট : ০৭ ই অক্টোবর, ২০২৫ দুপুর ১২:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




