ফাছিহ তখন সিলেটে মুভ করছে, হাসপাতাল থেকে হাসপাতালে। আহত আন্দোলনকারীদের খাবার পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। ঠিক তখন, তার মুঠোফোনে কল আসে আর্মির একজন ব্রিগেডিয়ার জেনারেলের মোবাইলফোন থেকে। তিনি বললেন - "তুমি যথেষ্ট করেছো। আমরা ফিল্ডে নেমে এসেছি। তুমি সাবধানে থাকো।"
তারপরে, সে জানতে পারে, সশস্ত্রবাহিনীর সাবেক অফিসারদের আবাসস্থল ডি,ও,এইচ,এস-গুলোর সাবেক আর্মি অফিসাররা পথে নেমে এসে মিছিল করছেন। ডি,ও,এইচ,এস-গুলোর সাবেক আর্মি অফিসাররা অনেকেই আন্দোলনকারী ছাত্রদের রক্ষা করতে নিজেদের বাসার গেইট খুলে দিয়েছিলেন। এজন্যে, পুলিশ তাঁদের কয়েকজনকে অপমান করে। অনেক সাবেক আর্মি অফিসার তাঁদের সার্ভিস পিস্তল পর্যন্ত বের করেছিলেন, ছাত্র-ছাত্রীদের গার্ড দেওয়ার জন্যে।
এই সাবেক আর্মি অফিসাররাই আয়না ঘরের সন্ধান বের করে তা থেকে বন্দীদের মুক্ত করতে সাহায্য করেন। পরে, তাঁদের চাপে আর্মির বর্তমান নেতৃত্বের মধ্যে চিন্তার পরিবর্তন হয়।
এগুলো উঠে আসা উচিৎ।
সর্বশেষ এডিট : ০৭ ই অক্টোবর, ২০২৫ দুপুর ১২:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




