
ব্লগার ওমর খাইয়াম একটু কঠিন মন্তব্য করেন। অনেকের পক্ষেই তা সহ্য করা সম্ভব হয় না। কেউ তাকে ব্যান করেন, আবার কেউবা রিপোর্ট করেন। আপনি যদি তাকে কখনো বলেন যে, আপনার পোস্টে তিনি যেন আর কমেন্ট না করেন, তাহলে কি তিনি আপনার পোস্টে মন্তব্য করবেন? আমার মনে হয় তিনি করবেন না।
আমার গত পোস্টে তিনি আমাকে অনেক কটু কথা বলেছেন। আমিও উত্তর দিয়েছি কটু কথায়! এজন্যে আমি লজ্জিত। আমি চাই, তিনি যেন আমার পোস্টে কমেন্ট করেন, উনার মতো করেই। আমি জানি, উনার বিহেভের জন্যে, একদিন উনি লজ্জিত হবেনই।
তাই, আমি নিজের আগ্রহ থেকে জানতে চাচ্ছি - আপনি কি চান ব্লগার ওমর খাইয়াম আপনার পোস্টে কমেন্ট করুন?
আশা করি, ব্লগ কর্তৃপক্ষ আমার এই ধৃষ্টতা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

সর্বশেষ এডিট : ০৭ ই অক্টোবর, ২০২৫ দুপুর ১২:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




