
ডঃ মুহাম্মদ ইউনুস তাঁর নোবেল শান্তি পুরস্কার পাওয়ার দিনে ভাষণ দান কালে বলেছিলেন - দারিদ্রতা দূর করলে জাতিগুলোর মাঝে শান্তি ফিরে আসবে। গত কয়েক বছর ধরে আমাদের উপমহাদেশের দেশগুলোর মাঝে পারস্পরিক ঝুট-ঝামেলা লেগেই রয়েছে। লক্ষ্য করলে দেখা যাবে, আমাদের এইসব দেশগুলোতে সিংহভাগই দরীদ্র লোক। আর, আমাদের ভারতীয় উপমহাদেশের মানুষগুলো কৃষির উপরে বেঁচে আছে। আশ্চর্যের বিষয় এই কৃষির উপর বেঁচে থাকা মানুষগুলো মানবেতর জীবন যাপন করেন।
জানা যায়, বাংলাদেশে ১ কোটি ২০ লক্ষেরও বেশি খামারে প্রায় ৬ কোটি ক্ষুদ্র কৃষক দেশীয় খাদ্য উৎপাদনের ৬০% সরবরাহ করেন। ভারতে প্রায় ৫৫-৬০ কোটি মানুষ কৃষিকাজের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত। পাকিস্তানের শ্রমশক্তির প্রায় ৪২.৩% কৃষি খাতে নিয়োজিত। এ এক বিশাল জনগোষ্ঠী!
অবাক করা বিষয় হচ্ছে, যারা আমাদের খাদ্যের যোগানদার তাঁরা আমাদের দেশগুলোকে সামনে থেকে লিড দেন না! লক্ষ্য করলে দেখা যাবে, আমাদের লিডার হোন এমন সব মানুষ যাঁরা কৃষি কাজের সাথে সংযুক্ত নন। সেজন্যে, এই বিশাল জনগোষ্ঠীর আয় বাড়িয়ে যদি প্রথম সারীতে নিয়ে আসা যায়, তাহলে কি তাঁরা দেশগুলোর লিড নিতে পারবেন? বেশ বড় প্রশ্ন সাপেক্ষ ব্যাপার!
যদি দেশগুলোর কৃষকদের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়, তাঁরা সেই দায়িত্ব সুচারু ভাবে সম্পন্ন করতে হলে কী কী ধরণের যোগ্যতা পাগবে? তাঁদের আর্থিক অবস্থা কি রকম প্রভাব ফেলবে এক্ষেত্রে? তাঁদের আর্থিক অবস্থাকে যদি বর্তমান রাজনৈতিক নেতাদের সমান অবস্থায় নিয়ে আসা যায়, কৃষকরা কি আমাদের লিড দিতে পারবেন? তাঁদের বর্তমান আর্থিক দুরবস্থার জন্যে ফসল নষ্ট হওয়া কতটুকু দায়ী?
আমাদের দেশে প্রতি বছর লেইট ব্লাইট রোগে ৬০% আলু কৃষি ক্ষেতে থাকতেই নষ্ট হয়ে যায়। আলু চাষিদের জন্যে এটা এক বিরাট ক্ষতি। হল্যান্ডের ওয়াগেনইগেন ইউনিভার্সিটি স্যাটেলাইট দিয়ে আর্লি ডিটেকশন সিস্টেম ব্যবহার করে একটি পাইলট প্রকল্প করেছিলো বাংলাদেশে। এই প্রজেক্ট সফল হয়। তাঁদের বিজ্ঞানীরা প্রজেক্ট এলাকার আলু চাষিদের ক্ষেতের আলুর ক্ষয়ক্ষতি মাত্র ১২-১৫%-এ নামিয়ে আনতে সক্ষম হন।
এখন, আমার কনসেপ্ট ছিলো - যদি আলু চাষিদের ক্ষেত্রে এটা সম্ভব হয়ে থাকে, অন্যান্য ফসলের মাঝেও সম্ভব। এই টেকনোলজি ব্যবহার করে যদি বাংলাদেশের সবচেয়ে বেশি উতপাদিত ফসলগুলোর ক্ষয়ক্ষতি কমিয়ে নিয়ে আসা যায়, বাংলাদেশে একটি কৃষি বিপ্লব হবে। এই কৃষি বিপ্লব হলে নিশ্চয় আমাদের কৃষকরা কি স্বাবলম্বী হতে পারবেন?
পারবেন অবশ্যই! আর, এটা হলে তাঁদের ক্ষমতায়ন তরান্বিত হবে তা বলাই বাহুল্য। আর, এভাবেই, দেশগুলোর সিংহভাগ মানুষকে স্বাবলম্বী করলে দেশগুলোর মাঝে শান্তি ফিরে আসতেই পারে!
সর্বশেষ এডিট : ২৬ শে ডিসেম্বর, ২০২৫ রাত ৯:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



