অনেক পত্রিকা পরে দেশের জন্য যখন মন কাঁদে । তখন ভারতের দালাল এবং পাকিদের দালালদের অত্যাচারে অতিষ্ট মানুষ গুলি সুখ চায় । তাই আমার কাজই হল এই দুই Group -র লেখা দেখলে রাগনো । আমার উদ্দেশ্য হল, তাদের পাগল বানানো । তারা কেহই দেশকে ভাল বাসেন না । দেশের পক্ষে কথা না বলে তাদের মন মত কথা বলে । আমরা দেশকে ভাল বাসব । জাতির পক্ষে কথা বলব । অন্য দেশের ব্যাপরে আমাদের পক্ষে বিপক্ষে বলার দরকার নাই । আমরা সবার কাজকে স্বীকার করে নিতে চাই । সব নেতার অবদান স্বীকার করব ।
সামহোয়্যার ইন লগইন পাইয়া, বাংলা ভাষা লিখতে পাইরা, মনের কথা বলতে পাইরা, খুশি খুশি লাগতাছে ।
তাই আমার নিচের কবিতা :
বহু বছর দেশের বাইরে,
দেশটার জন্য মনটা কাঁদে ।
অনেক সময় পত্রিকা পড়ইয়া
মনটা যায় ভাই খারাপ হইয়া ।
মনের কষ্টে পাগল হইয়া
বলতে পারি না মনের জ্বালা ।
সামহোয়্যার ইন লগইন পাইয়া
মনে মনে আশা কইরা ।
অনেক কষ্টে বাংলা শিক্ষা,
দেশের জন্য হাত চালাই ।
বিদেশে কম্পিউটার চালাইয়া ভাত খাই,
দেশের জন্য কান্দি তাই ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




