সামুর এই কাহিনীটা ঠিক বুঝলাম না। user নাম পরিবরর্তন করা যাবে না। কি আজব ! আমার ব্লগ এ আমার নাম আমি পরিবর্তন করুম তাতে কেন হেগোর এতো সমস্য। রাগ কইরা ভাবলাম নতুন কইরা রেজিস্ট্রেসন করুম। যেইটা অনেকেই করে। ডুইকা পড়লাম রেজিস্ট্রেসন পাতায়। সব কিছু পূরন কইরা একমত হইতে না হইতেই টের পাইলাম ওরে আল্লাহ, এরা আমারে রেজিস্ট্রেসনও করতে দিব না ! খালি বলে number is not available! number is not available! কি এক মছিবত! যেই number ই দেই না কেন, একই পেচাল পাড়ে।আমি হাড়ে হাড়ে টের পাইলাম যে, সামুতে রেজিস্ট্রেসন করার চারটেখানি বেপার না। এখন ভাবতেছি user নাম পরিবরর্তন করতে এবং নতুন রেজিস্ট্রেসন করতে কি কি পদক্ষেপ গ্রহন করা যায়।
১ম পদক্ষেপ,
বিনয়ের সাথে মডুদের কাছে আবেদন,
''মডুদের কাছে আমার আকুল আবেদন এই যে, তারা যেন জোলদি user নাম এর উপর থেকে ১৪৪ ধারা উঠায় নেয় এবং রেজিস্ট্রেসনের মাধ্যমে মানুষের ফোন নাম্বার সংগ্রহ করা বন্ধ করে।''
অনুগ্রহ পূ্র্বক ২য়, ৩য় পদক্ষেপ গ্রহন করতে আমাকে সাহায্য করবেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



