
সামুতে ব্লগিং করতে হলে কীভাবে করতে হবে,হিটপোস্ট,কমেন্ট বাড়বে সেইজন্য ট্রেনিং সেন্টার চালু করা প্রয়োজন মনে হচ্ছে; নাহয় সচলায়তনের মত গায়েব হয়ে যাবে;পরে দেখা যাবে সামুর মৃত্যুর খবরও অন্য কোনো ব্লগে জানানোর উপায়ও থাকবে না।ব্লগে ফ্রিলান্সিং নিয়ে পোস্ট পড়লাম,ক্রিটিক্যাল স্কিল নেই। তবুও আগাছার মত ট্রেনিং সেন্টার,মোটাদাগে ইনকাম।সর্বোপরি,বাঙালী রেপুটেশনে ক্ষতি,অন্যদিকে মিডিয়ার হাইপে মনে হয় ফ্রিলান্সিং/আউটসোর্সিং বড়সি দিয়ে মাছ ধরার মত;একটু ধৈর্য্য ধরলে বড়সিতে ব্যাঙ উঠতেও পারে।
চট্রগ্রামের বাবর এভারেস্টে উঠেছে, কীভাবে উঠেছে সেইটা বাবর লিখুক। আপনি এভারেস্টের বিসিএস টাইপ প্রশ্ন রেডি করুন নাহয় ঐ এলাকার আশেপাশে "ইয়েতি খুজে বের করে লিখুন।কোনটা করবেন? ইরানের প্রেসিডেন্ট রাইসী মারা গেলো ; কীভাবে কারা মেরে ফেললো,হেলিকপ্টারের আমেরিকান ইংরেজী বাদে আরবী লেখা ছিলো কিনা, এসব বাদ দিয়ে রাইসীর মৃত্যুতে আপনার এলাকার মসজিদের ইমাম,মুয়াজ্জিন কি বলছে; কতভাগ মানুষ নফল নামায পড়ে দুআ করেছে, তা লিখুন। এমপি আনার নিয়ে মিডিয়ায় যে তথ্য আছে তা থেকে আপনি উপন্যাস লিখতে পারবেন যদি লেখার হাত ভালো হয়, বই লিখে বইমেলায় তুলবেন কিনা ভেবে দেখেন?
আপনার লিখিত কবিতা-গানসমূহ মেয়েদের টিনেজ ইমোশন, গায়ের ভাজ থেকে বের হতে পারে না ;টিনেজ মেয়েটি মা হবার পর যেন আপনার কবিতা পড়ে হাসিতে গড়াগড়ি না দেয় খেয়াল রাখবেন।আপনি লিখুন বিভিন্ন বংশের সুন্দরী মেয়েগুলো আত্নীয়ের বিয়ের চাপে পড়ে কীভাবে জীবন থেকে বহু দুরে চলে যায়,দরিদ্র না হয়েও।আজ প্রেসিডেন্ট জিয়ার মৃত্যুদিন, যে স্টোরী শুনেছেন, পড়েছেন তাই লিখে দিবেন নাকি? জাফরুল্লা সাহেব জিয়াকে বলেছিলো আপনি সামান্য সিগারেট ছাড়তে পারেনি, বড় কি এমন করবেন মানুষের জন্য। আপনি টপিক কোনটায় হাত দিবেন জিয়া নিয়ে।
সর্বশেষ এডিট : ৩০ শে মে, ২০২৪ সন্ধ্যা ৭:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



