কেউ নেই,থাকবেও না।
শবযাত্রীদলের ভীড়ে আমি সেই কবে হারিয়ে গিয়েছি, নক্ষত্রের ঝলকানি, ঘুটঘুটে অন্ধকার ও জীবনের প্রতি বাঁকে বাঁকে তীব্র বেদনার নীল রং দেখেছি। অস্পষ্ট ভাবনায় পরিচালিত হয়ে ভবিষ্যৎ অঙ্কন করেছি, আমি বোবা হয়ে চিৎকার দিয়েছি ,কাফনের কাপড় পড়ে হেটেছি মাঠের পর মাঠ কেউ প্রশ্ন করেনি, হতাশা আমাকে গ্রাস করেছে কালো মেঘের মত,... বাকিটুকু পড়ুন
