
ব্লগিং করেছেন অনেক বছর তো হলো আপনাদের, ব্লগের বয়সও কম হয়নি। এখনো টিকে আছে, সচলায়তন মৃত হয়ে গেছে, দাফন-কাফন সম্পন্ন। অনেকে আফসোস করে বলে, সামু এই গেলো বলে,আইসিউতে, চিল মুরগীর বাচ্চা নিলো। অনেকদিন পর ব্লগে ক্যাচাল দেখা যাচ্ছে, কমেন্ট একশের কাছাকাছি যাচ্ছ,কাউন্টার পোস্ট আসছে।সবাই নিজের মত করে নৈতিকতার বাণী প্রচার করছে। ক্যাচালেে অনেকে যেতেই চায় না,দেশে যুদ্ধ শুরু হলেও প্রেমিকার গ্রীবা নিয়ে কবিতা ছুড়ে দেয়। ব্লগিং -এ আপনাদের পারফরমেন্স কেমন ছিলো; যা সহজে তেমন জানতে পারে না,ধীরে ধীরে বুঝতে পারে। এই যেমন-
: আপনার কয়টি মাল্টি ছিলো?
: কতবার জেনারেল হয়েছেন? ব্যানে পড়েছেন? প্রথম পাতা ব্যানে পড়েছেন?
: অন্য ব্লগারের পাসওর্য়াড আপনার কাছে ছিলো? এক্সেস নিতেন?
: কতবার ক্যাচাল যুদ্ধ জিতেছেন?
: নিজের সর্ম্পকে যা জানিয়েছেন,তা শতভাগ সঠিক ছিলো?
সর্বশেষ এডিট : ০১ লা জুলাই, ২০২৪ বিকাল ৫:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



