
নোবেল বিজয়ী, গভর্নর, আমলা, মিলিটারী, আইনজীবি, ভার্সিটির অধ্যাপক,পরিবেশবাদী, প্রাইভেট কর্পোরেশনের সিইও,মানবাধিকার কমিশনের প্রধান, হসপিটালের সাবেক পরিচালক,ধর্মীয় আলেম, নৃগোষ্ঠীের অভিভাবক এবং সমন্বয়ক ছাত্র দুজন ভার্সিটি অধ্যয়নরত।
এদের দিয়ে দেশ এগুবে,সবাই তাদের দক্ষতা,অভিজ্ঞতা কাজে লাগাবে ; তবে সমন্বয়করা কি করবে? আন্দোলন পরিচালনা ছাড়া কি কাজ? সামনে তো আন্দোলন ক্যাম্পাসেও দেখা যাবে না,রাস্তা তো পরের ব্যাপার। তাহলে? আপনারা সমন্বয়কদের কি কি করা উচিত বলতে পারবেন?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


