তোমাকে ছেড়ে গেলাম, তারপর
তুমি আমাকে অভিশাপ দিলে; তোমাকে আমৃত্যু ভুলতে না পারার অভিশাপ!
এরপর তুমি ইহজগতের সমস্ত সুখের পশরা সাজিয়ে আমার তামাশা দেখলে।
অন্যদিকে আমি তোমার দেয়া সেই অভিশাপ নিয়ে,
তোমাকে সমস্ত মহাদেশজুড়ে খুঁজে বেড়াই।
এত বড় অভিশাপ সমস্ত মানবকূলের কেউ কাউকে দিয়েছে বলে জানা যায়নি।
আবু লাহাবকে ধ্বংস হওয়ার অভিশাপ দিয়েছিলো সর্বশক্তিমান।
কিন্তু তুমি আমার ধ্বংস চাওনি, আমাকে তুমিবিহীন ছারখার করা এক জীবন দিয়েছো!
তোমাকে ভুলতে না পারা বোধহয় এ জগতের সবচেয়ে অসাধ্য কাজ।
সমুদ্রও মাঝেমধ্যে ভুলে যায় তার বুকে অসীম জলের প্রবাহ আছে।
অথচ দেখো আমি তোমার প্রেমের প্রবাহে ভেসে বেড়াচ্ছি-
এক মহাকাল থেকে অনন্ত মহাকাল।
একটা অভিশপ্ত জীবন এতটা দীর্ঘ কি করে হয়!
(কবিতা: অভিশাপ ©শামীম মোহাম্মদ মাসুদ)
সর্বশেষ এডিট : ১৭ ই এপ্রিল, ২০২৫ দুপুর ২:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



