অসমাপ্ত-২৪
জ্বর এলে মনে হয়, একটি কোমল হাত
আমার কপালে থাকুক,
ছুয়ে যাক শরীরের সমস্ত অবসাদে।
জ্বর হলে মনে পড়ে, কোন এক বিষন্ন বিকেলে
কৃষ্ণচূড়ার মত রক্তিম লাল শাড়ি পরে
তুমি পাশে বসেছিলে, উষ্ণতা দিয়েছিলে
পৃথিবীর সমস্ত জ্বরের চেয়েও ভয়াবহ তাপমাত্রায়।
জ্বর হলে মনে হয় তুমি পাশে আছো
দাবদাহে পুড়ে গেলে যাক সমস্ত শরীর
অকাল কোন নিশানা... বাকিটুকু পড়ুন
