আমি বললাম; সব শেষ
তুমি বললে; বিদায় শেষমেশ।
আমি বললাম; আসলেই কি সব শেষ?
যা কখনো শুরুই হয়নি তা কি করে শেষ হয়,
যে নদী বইতে পারেনি সে নদী শুকাবে কি করে?
যে পথে হাত ধরে হাঁটা শুরু হয়নি,
যে কথা বলতে গিয়েও বলা হয়নি
একসাথে যে গল্প করা হয়নি-
তা কি করে স্বপ্ন হতে পারে?
যে কবিতা লেখাই হয়নি সে কবিতায় ছন্দ কি করে আসবে?
যে অনলে তাপ আসেনি কভু সে অনল পোড়াতে কি পারে?
যেখানে ছিলো ক্রোধের পাহাড়, মিথ্যের বসতি-
সেখানে কি করে প্রেম আসতে পারে?
তুমি বললে; আমাদের কি তবে কিছুই ছিলোনা?
আমি বললাম; ছিলো। শুরুও শূন্য ছিলো,
শেষও শূন্য আছে!
মাঝখানে নোনা সমুদ্রজলে ভেসে আছে
এক অপরুপ নকশিকাঁথা।
যার পরতে পরতে আঁকা আছে মিথ্যে আশ্বাস আর নিদারুন দুঃস্বপ্ন।
(অবেলা/শামীম মোহাম্মদ মাসুদ)
সর্বশেষ এডিট : ১৬ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ২:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


