ড. ইউনুস রাষ্ট্র পরিচালনায় যত বেশি ব্যর্থ হয়েছেন তারেক রহমান এদেশের রাজনীতিতে তত বেশি সামনে চলে এসেছেন। একজনের ব্যর্থতা অটোমেটিক আরেক জনের চাহিদা তৈরি করেছে। প্রত্যেক বড় বড় নেতাদের কিছু রাজনৈতিক কৌশল থাকে। তারেক রহমান সেই কৌশলে নিজের চাহিদা তৈরি করেছেন প্রথমে, জনগণের মাঝে তার ফিরে আসার জন্য আকাঙ্খা তৈরি করেছেন, তারপর দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।
ধরেন, ড. ইউনুস যে আশা আকাঙ্ক্ষা আর সারাদেশের মানুষের ব্যপক আগ্রহ নিয়ে ক্ষমতায় বসেছিলেন তিনি যদি সবার সেই আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারতেন, তিনি যদি খুব ভালো দেশ পরিচালনা করতে পারতেন তাহলে কি মানুষ তারেক রহমানকে নিয়ে আগ্রহী হতো? বরং তখন ড. ইউনুস হয়ে উঠতেন গণমানুষের নেতা, সবাই তাকে নিয়ে ভবিষ্যত দেশ গড়ার পরিকল্পনা করতো। ড. ইউনুস না চাইলেও জনগণ তাকে আরো বেশিদিন দেশের দায়িত্ব দিতে চাইতো। তখন কি তারেক রহমানকে মানুষ ড. ইউনুসের বিকল্প মনে করতো?
আওয়ামিলীগ পরবর্তী সময়ে এদেশের মানুষের কাছে ড. ইউনুস এসেছিলেন শেখ হাসিনার বিকল্প হিসেবে সবচেয়ে বেশি জনপ্রিয় নেতা হিসেবে। কিন্তু ধীরে ধীরে তার প্রতি মানুষ আগ্রহ হারাতে হারাতে এমন পর্যায়ে চলে গিয়েছে, এখন কোনভাবে নির্বাচন হলেই মানুষ হাঁপ ছেড়ে বাঁচে। এই যে এত জনপ্রিয়তার পরেও ড. ইউনুসের ব্যর্থ হওয়া, এটাই রাজনীতির অংশ। তবে উপদেষ্টা পরিষদের অদক্ষতা, রাজনৈতিক দলগুলোর অসহযোগিতা, ছাত্র সংগঠনগুলোর ব্যপক আধিপত্য সব মিলিয়ে এই আজকের পরিবেশ।
এখন ড. ইউনুসের বিকল্প হিসেবে তারেক রহমান দেশে আসছে, তার প্রতি মানুষের আগ্রহ তৈরি হয়েছে। তার এই দেশে আসাটা কাঙ্ক্ষিত, তার এভাবেই দেশে ফেরার কথা ছিলো। এদেশের রাজনীতিতে ইসলামপন্থীদের সবচেয়ে বেশি বিতর্কিত করা হয়েছে গত দেড় বছরে, এই সরকারের আমলে। তাদেরকে খুব সুপরিকল্পিতভাবে ভুল রাজনৈতিক পথে পরিচালিত করা হয়েছে। তাদেরকে দিয়ে নানান কাজ করানো হয়েছে যাতে তারা দেশে এবং বিদেশে বিতর্কিত হন, আতংকের কারণ হন।
ইসলামপন্থী দলগুলো বুঝে অথবা না বুঝে সেই ফাঁদে পা দিয়েছে। যতটা মনে করা হচ্ছে তারা ক্ষমতার কাছাকাছি চলে এসেছে, সেই ধারণা ভূল প্রমাণিত হবে তারেক রহমানের দেশে ফেরার পর। দেশের রাজনীতি নিয়ন্ত্রণ হবে তারেক রহমানকে কেন্দ্র করে। সেই আগ্রহ ও জনপ্রিয়তার ভার তারেক রহমান কতটা সইতে পারেন সেটাই দেখার বিষয়। তিনিও যদি ড. ইউনুসের মত ব্যর্থ ও অসফল হয়ে যান তাহলে দেশের পরবর্তী নির্বাচনে ইসলামপন্থীদের ব্যপক সাফল্যের দেখা মিলবে।
অবশ্য তারেক রহমানের পরিণতি যে ড. ইউনুসের মত হবে না সেই গ্যারান্টি দেয়া যায় না। রাজনীতিটা এমনই, একজনকে ব্যর্থ করতে পারলেই আরেকজনের চাহিদা তৈরি হয়। তারেক রহমান যদি তার মেধা ও যোগ্যতা দিয়ে সফল হতে পারেন তাহলে তিনিই হবেন গণমানুষের নেতা। তিনি যদি সফল হতে চান তবে তাকে একমাত্র নিজের সক্ষমতার উপর দাঁড়িয়ে সফল হতে হবে। এছাড়া কোন উপায় নেই। তিনি সেটা কতটা পারেন সেই পর্যন্ত অপেক্ষা করা ছাড়া উপায় নেই।
- রাজনৈতিক আলাপ
©শামীম মোহাম্মদ মাসুদ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



