এনসিপি কি বিএনপির সাথে জোট করার সম্ভাবনা আছে? আমার ধারণা, আছে। আমি কয়েক মাস আগেও বলেছি, এনসিপি বিএনপির সাথে জোট করলে আমি অবাক হবোনা। এতে এনসিপির অনেকগুলো লাভ আছে।
প্রথমত, ক্ষমতার সাথে থাকা যাইবে। নিজেদের নিরাপত্তা নিশ্চিত করা যাইবে। কয়েকটা এমপির পদ নিশ্চিত করা যাইবে। ম্যানেজ করতে পারলে কয়েকটা মন্ত্রীও পাইতে পারে। ক্ষমতার সাথে থেকে নিজেদের দলকে গোছাতে পারবে। ফান্ড ম্যানেজ করতে পারবে। নিজেদের অবস্থান মজবুত করতে পারবে।
দ্বিতীয়ত, বিএনপির সাথে যৌথভাবে ক্ষমতায় থেকে তারা জুলাই হত্যাকান্ডের বিচার নিশ্চিত করতে পারবে। সংবিধানের প্রয়োজনীয় সংস্কার নিশ্চিত করতে পারবে। সংসদে কথা বলতে পারবে। বিএনপির নেওয়া সিদ্ধান্তগুলো পরিবর্তন করার চাপ দিতে পারবে। আইন প্রণয়নে বিএনপির সাথে যৌথভাবে কাজ করতে পারবে।
তৃতীয়ত, জামায়াত বিরোধী দল হইলে, এনসিপি সরকারী দলের অংশ হইলে তারা একই সাথে দুই দিকের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখতে পারবে। নিজেরাই সরকার চালাইবে সাথে নিজেরাই বিরোধিতা করবে। আওয়ামিলীগকে দমনে এটা কাজে লাগাতে পারবে। ঐক্য ধরে রাখতে সাহায্য করবে। বিচার এবং সংস্কার দুইটাই নিশ্চিত করতে পারবে (যদি তারা চায়)
এখন এতগুলো লাভ রাইখা এরা কি বিরোধী দলে থাকতে চাইবে? চাইতেও পারে, যদি তারা মনে করে বিএনপিকে চ্যালেঞ্জ করে আলাদা জোট নিশ্চিত জয়লাভ করে ক্ষমতায় যাবে। এছাড়া নিজের লাভ তো পাগলেও বুঝে!
-রাজনৈতিক আলাপ
©শামীম মোহাম্মদ মাসুদ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



