বুঝতে পারো এই হৃদয়ের কাব্যগুলো
মনেন মাঝে অঙ্কিত হয় তোমার ছবি
ইচ্ছে আমার তোমায় সদা পাশে রাখি
আকাশ পানে উড়ে বেড়াই স্বপ্ন গুলো
..................................
তোমায় ছাড়া দিন কাটেনা, রাত কাটেনা
ফেরোয় না আর কষ্টে পোড়া সময় গুলো
তোমার যেমন আধাঁর কেটে আলো আসে
সুখের পরে সুখ খুজে নাও
আমার কেবল সময় গুলো একই রকম
দুঃখের কাঁটা আমার থেকে আর নড়ে না ..........

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



