প্রিয়তমেষু,
আমি চলে যাচ্ছি..
খুব শীঘ্রই ফিরবো...
তবে যাবার সময় ভালোও লাগছে খারাপো লাগছে..
কেনো জানো?
যখন রিক্সায় উঠলাম খারাপ লাগাটা তখন থেকেই..
রিক্সায় তোমার জন্য আমার পাশে জায়গা রেখেই বসসিলাম...
তুমিতো সব সময় বাম দিকে বস, তাই আমি বাম দিকেই বসেছিলাম..
কিন্তু এটা আসলে ঠিক হয় নি.। যেটা তোমার সেটা তোমারি..
তাই রিক্সাওলা মামাই বলে দিলো ডান দিকে বসতে.. আসলে সে সিগেরেট খাচ্ছিলো তো আর ধোঁয়াটা বাম দিকে ছাড়ছিলো তাই...
স্টেশনে আসলাম..
তুমি বলেছিলে না, স্টেশনে যখনি আসবে তখনি তোমার আমার মুহূর্তটা মিস করবো...
হ্যাঁ সত্যিই.... প্রচন্ড মিস করছি...
আজ কেউই আমারে পাশে বসেনি... কেউই আমার সাথে কথা বলেনি...কেউ আমার সাথে হাটেনি..
এতো এতো মানুষের ভিড়ে আমি একদমি একা...
মনে হচ্ছে কিছু একটার শুন্যতা গিলে খাচ্ছে স্টেশনটাকে....
প্রতেকবার যখন দেখি আমার আগে রেলগাড়ি টা বসে আছে আমার জন্য...
এখনি আমাকে নিয়ে রওনা হবে..মনে মনে খুশিতে নাচতে থাকতাম... কিন্তু এবার কেনো জানি আর হলো না.....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



