
ভালোবাসলে পাথরে ফুল ফোটে,
ভালোবাসলে দূর জন্ম কাছে আসে।
ভালোবাসলে পায়ের ধূলোয় বিপ্লব হয়,
বুলেটের সেল ফুলের মতো লাগে,
ভালোবাসলে রক্তের ঘ্রাণে সৌরভ ছড়ায়।
ভালোবাসলে এক প্রজন্মে খালেদা জিয়া জন্মায়-
শত প্রজন্মের ভালোবাসার নিয়ে।
ভালোবাসলে পাথরে ফুল ফোটে।
ভালোবাসলে বাংলাদেশ কথা কয়।
সর্বশেষ এডিট : ০৭ ই জুন, ২০২৪ সন্ধ্যা ৭:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



