
২৭ আগষ্ট, ১৯৯৩ সালে গণতান্ত্রিক ফোরামের জাতীয় মহাসম্মেলন এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রদত্ত বক্তৃতায় ড: ইউনূস একটি রাজনৈতিক দলের স্বপ্নের কথা বলেছিলেন। তিনি তার স্বপ্নের দলের নাম দিয়েছিলেন "আমার দল"। এই রাজনৈতিক দলের কর্মীকে তিনি দলের একজন সংঘটক ও দলের নীতি বাস্তবায়ন ও নির্ধারণের একজন তাত্বিক হিসেবে দেখতে চেয়েছিলেন। এই দলের লক্ষ্য হিসেবে তিনি বলেছিলেন, এটি যে কোনো অবস্থান থেকে মানুষের মধ্যে দ্রুত সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক পরিবর্তন নিশ্চিত করবে। এবং এই পরিবর্তন যেন চাপানো পরিবর্তন না হয় সেজন্য মানুষের ইচ্ছাকে সর্বোচ্চ স্থান দিয়ে দল অগ্রসর হবে।
এবার মূল কথায় আসি, তার এই দল গ্রাম থেকে শুরু হওয়ার কথা ছিলো। যেখানে গ্রামের তরুণেরা অগ্রাধিকার পাবেন। তিনি তার রাজনৈতিক স্বপ্নের কথা উল্লেখ করতে গিয়ে যে শ্রেণীর কথা বারবার বলেছিলেন, যাদের হাত ধরে তিনি তার "আমার দল" এগিয়ে নিয়ে যাবেন বলেছিলেন তার সেই কথার প্রতিফলন ঘটতে দেখিনি এখনো। তার এই বৈষম্য বিরোধী আন্দোলনের ফসল তত্বাবধায়ক সরকার মূলত বিগত সরকারগুলোর মতোই পুঁজিবাদী সমাজের সরকার। আর যতদিন সমাজে পুঁজিবাদ সক্রিয় থাকবে, ততদিন বৈষম্যও থাকবে। আর বৈষম্য বিরোধী আন্দোলনের ফসল এই তত্বাবধায়ক সরকার যদি পুঁজিবাদী সমাজের হয় তাহলে আর বৈষম্য দূর হলো কই?
প্রসঙ্গ: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৩১শে ডিসেম্বরের ঘোষণা কান্ড এবং ঢাকা কেন্দ্রীক সিদ্ধান্ত গ্রহণ প্রবণতা।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৮:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




