
ইদানীং ফেসবুকে বিভিন্ন পোষ্টের কমেন্ট বক্সে কিছু লোকের কমেন্ট দেখতে পাওয়া যায়। কমেন্ট গুলো দেখতে কিছুটা এরকম: "লাল স্বাধীনতা" , "সংস্কার" ইত্যাদি ইত্যাদি। দেখে মনে হবে কিছু হতাশাগ্রস্ত লোকের কমেন্ট। এবং তারা এই কমেন্টগুলো মূলত হতাশা থেকেই করে।
এখন আমরা এদের ব্যাপারে একটু কথা বলবো। কারা হতে পারে এরা? মূলত এরা একটি নির্দিষ্ট গ্রুপের মানুষ। যাদের মধ্যে একটা সাধারণ মিল খুঁজে পাওয়া যায়। এরা প্রত্যেকেই ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের সমর্থক। সেটা তারা প্রত্যক্ষ ভাবে স্বীকার না করলেও আমরা খুঁজলে ব্যাপক তথ্য পেয়ে যাবো এই ব্যাপারে।
এরা তাদের কগনেটিভ ডিজোনেন্স এর জন্যে মেনে নিতে পারেনা যে বিগত সরকারের আমল ত্রুটিপূর্ণ ছিলো। অবশ্য তাদের দোষ দিয়ে কি হবে? তারা তো তাদের অতীতের বিশ্বাস ও কাজকে প্রশ্নবিদ্ধ করতে পারে না। তারা তাদের এই মানসিক দ্বন্দ্ব এড়ানোর জন্যে এখন বিগত শাসনামলে বিভিন্ন সময় ঘটে যাওয়া গণহত্যার সমতুল্য নৃশংস অপরাধকেও অস্বীকার করছে এবং এর পক্ষে যুক্তি দাঁড় করাচ্ছে। এছাড়াও এদের প্রত্যেকে ফ্যাসিস্ট সরকারের শাসনামলে নানা অর্থনৈতিক ও সামাজিক সুবিধা পেয়ে আসছিলো। এখন সেটা বন্ধ হয়ে যাওয়ায় তারা মানসিকভাবে প্রায় অসুস্থ বলা যায়। ফলে এখনো সরকার পতনের পরও তারা পতিত ফ্যাসিস্ট সরকারের প্রতি একধরনের দুর্বলতা অনুভব করে। এর প্রধান কারণ বলা যায় অনৈতিকভাবে সুবিধা পেতে পেতে তারা নিজেদের সাধারণ জনগণ থেকে বিচ্ছিন্ন করে ফেলেছিল।
একটা উদাহরণ আমরা দেখতে পারি, দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি শাসনের পতনের পরে অনেক নাৎসি সদস্য ও তাদের সমর্থকেরা নাৎসি বাহিনীর শাসন আমলের অর্থনৈতিক ও সামরিক সফলতা অর্জনকে গ্লোরিফাই করা শুরু করে। এসব প্রচেষ্টার মাধ্যমে তারা নাৎসি শাসনের বর্বরতা, যেমন: হলোকাস্ট ও যুদ্ধকালীন নৃশংসতাগুলোকে ছোট করে দেখাত।
ঠিক তেমনি আমাদের দেশের পতিত ফ্যাসিস্ট সরকারের সমর্থক ও সদস্যদের মাঝেও একই রকম প্রভাব লক্ষ করা যাচ্ছে।
সর্বশেষ এডিট : ১৩ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




