কিছুদিন পর আমার প্রিয় একটা মানুষের জন্মদিন।
তার সামনাসামনি থেকে তাকে সারপ্রাইজ দেবার এইটাই হয়তো শেষ সুযোগ।
আমি প্লান করেছিলাম পৃথিবীর ১০০ টা দেশ থেকে তার জন্য উইশ সংগ্রহ করে,সবগুলা একটা এন্ড্রয়েড এপে বা একটা ওয়েবসাইটে সাজিয়ে তাকে বাকরুদ্ধ করে দিবো।কিন্তু সমস্যা হলো ,সংগ্রহ করতে গিয়ে দেখলাম এইটা আসলেই অনেক কঠিন কাজ।কেউ দিতে চায় না। পরে বাধ্য হয়ে পরিচিতদের ধরলাম।কিন্তু নেটওয়ার্কিং কম থাকায় বেশি সংগ্রহ করতে পারিনি ।১০০ টা তো সম্ভব ই না।।
এখন যা পাওয়া যায় আর কি।
অবশেষে আপনাদের দ্বারস্থ হলাম।।উইশ টা হবে এরকম,একটা ছোট কাগজ নিয়ে তাতে কলম দিয়ে নিচের লাইন দুটো লিখে হাতে নিয়ে একটা ছবি তুলতে হবে।বেশি হলে ১ মিনিট এর কাজ।
"happy birthday botobrikkho
#country_name"
আমি নিচে স্যাম্পল দিয়ে দিলাম। যদি সাহায্য করেন,খুব ই উপকার হতো





সামুতে অনেক ভাই ব্রাদার আছেন যারা দেশের বাইরে থাকেন,ছোট ভাইডারে একটু সাহায্য করবেন এই আশা করি।
যদি নিতান্তই ঘরের বাইরে গিয়ে ছবি তোমার সুযোগ না হয় ,তাহলে ঘরের ভেতর হলেও সমস্যা নেই।তবে বাইরে হলে বেশি ভালো হয়।
অনেকেই বলতে পারেন,ভাই এতো ক্যারা ক্যারে,আসলে ভাই পেমের মরা জলে ডুবে না।
আমি চাইলে ফেইক ছবি বানিয়ে তাকে ইম্প্রেস করতে পারতাম।কিন্তু কোন ইচ্ছাই নেই। সত্যিকার কিছু চাইছি বলেই এসব করছি।
ফেসবুক গ্রুপ থেকে হেল্প নিচ্ছি না,কারণ চেনা মানুষ চিপায় চুপায় থাকেই,পরে আরো বিপদ।কারণ নামটা সব বন্ধুরা জানে।
আপাতত,
সিংগাপুর,
কাতার,
ইংল্যান্ড,
সুইডেন,
মালয়েশিয়া,
কম্বোডিয়া,
চীন,
ইন্দোনেশিয়া,
পাকিস্থান,
ইউএসএ,
জার্মানী,
ভারত,
এইগুলা পেয়েছি।আরো সংগ্রহের কাজ চলছে.৩১ আগস্টের আগে মিনিমাম ৩০ টা দরকার।
গোলে পৌঁছাতে সাহায্য করবেন আশা রাখি ।।
সবাইকে অগ্রিম ধন্যবাদ।যদি কেউ ছবি দেন এই মেইলে দিয়েন
আবারো ধন্যবাদ,ভালো থাকবেন।।
সর্বশেষ এডিট : ১৭ ই মার্চ, ২০২২ বিকাল ৫:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



