রাজনৈতিক অঙ্গনে যে ঝড় শুরু হলো প্রথম ঝাপটা গেলো আওয়ামীলীগের উপর দিয়ে তছনছ করে দিয়ে গেলো l এই ঝড় সব ছোট বড় দলের উপর দিয়ে যাবে l ভেঙে খান খান করে দিতে পারে এতদিনের ছোট বড় রাজনৈতিক সকল দল দলের হিসাব নিকাশ l
এর আগে ঝড় এসেছিলো সেনাবাহিনীর ঘাড়ে চড়ে এবার এলো শিক্ষার্থীদের ঘাড়ে চড়ে তাই অনেকে ঝড়ের স্বরূপ বুঝতে পারছে না l কিন্তু এটি ১/১১ র নতুন প্রো ভার্সন ৬/৬ l
৬ জুন, ২০২৪, মঙ্গলবার
সরকারি চাকরিতে কোটাব্যবস্থা (মুক্তিযোদ্ধা কোটা) পুনর্বহালে আদালতের দেওয়া রায় বাতিলের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ।
সূত্র প্রথম আলো
সব দল রিলাক্স কিন্তু দলের নীতি নির্ধারকরাও কি রিলাক্স!! শিক্ষার্থীরা আন্দোলন করেছে l কিন্তু এখনো শিক্ষার্থী বা সমন্বয়কদের সাথে রাজনৈতিক দলগুলোর কার্যকরী কোন আলোচনা হয়নি l শিক্ষার্থীরাও দলগুলোর সাথে আলোচনায় আগ্রহী বলে মনে হচ্ছে না l আজ ৭/৮/২৪ তারিখ ১৩ জন সমন্বয়কদের একটি দল প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করে ইউনুসের নাম সহ বারো জনের একটি তালিকা দিয়েছে l লক্ষ্যনীয় বিষয় কোন দল ইউনুসের নাম প্রস্তাব করেনি করেছে শিক্ষার্থীরা l রহস্যজনকভাবে ইউনুসকে প্রধান উপদেষ্টা করা হচ্ছে বলে আপাতত নিশ্চিত হওয়া গেছে গণ মাধ্যমে l কিন্তু ১/১১ র কুশীলব বলে রাজনৈতিক দলগুলোর কাছে ইউনুস প্রিয় পাত্র নয় l
এদিকে শিক্ষার্থীরা সংসদ থেকে সারা দেশে ঝাড়ু দেয়া শুরু করেছে বিশাল নিউজ ঝাড়ু হাতে সব শিক্ষার্থী রাস্তা পরিষ্কারের মহান ব্রত পালন করছে l নতুন দল করার ভালো মার্কেটিং মনে হচ্ছে l কিন্তু শেষে যদি ললিপপ ধরায় দেয় এবং সকল ছোট বড় দল ভেঙে সব ইউনুস সাহেবের কোলে এসে উঠে তাহলে কি হপ্পে!!
গুরা গারা দিয়ে নাচানো যায় দল হয় না পেছনের চালকরা জানে হয়ত দেন দরবার তেমন শুরু হয়নি বা ভেতরে ভেতরে চলছে কারন আওয়ামীলীগের ভেতরে যে সাবটাজগুলো হলো তা এই দেন দরবারের ট্রেস মনে হয় l হুট করে শেখ হাসিনার চলে যাওয়া বিস্ময়কর তবে না গেলে আরও ভয়াবহ পরিণতি হতো l
যাই হোক দেখা যাক বিনপি আওয়ামীলীগ আর বাকি সিকি আধলি দলগুলো কিভাবে এই ঝড় সামাল দেয়!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


