ব্যাটারি চালিত রিক্সা বন্ধের আইন যখন হলো মন্তব্য করেছিলাম আমার দেশের শ্রমিক শ্রেণী যদি বিদ্যুতের সুবিধা না পায় সেই বিদ্যুৎ দিয়ে কি লাভ?? শিল্প আর বাসা বাড়ির চেয়ে জরুরী সাধারণ মানুষের বেঁচে থাকা l গরিবের পেটে ভাত না থাকলে ক্ষমতা খেয়ে ফেলবে সাবধান!!
শুনতে ভালো লাগবে না তবু বলি ৭১ এ যদি বাঙালির পেটে ভাত আর পরনে মোটা কাপড় থাকতো তাহলে কেউ যুদ্ধে যেত না l আওয়ামীলীগ সরকারের সফলতা নিঃসন্দেহে অনেক কিন্তু ব্যর্থতা শুধু একটি জায়গায় নিত্যপণ্য দ্রব্য সিন্ডিকেট ভাঙতে না পারা l এই চক্রের মূল হোতা শেখ হাসিনার ঘরে আর কয়েকজন ব্যবসায়ী l আমার মতে শুধু এই একটি কারণেই এই পতন l ঘরের লোকের লোভ তিনি বন্ধ করতে পারেননি l
যেভাবেই হোক নিত্যপণ্য সিন্ডিকেট ভেঙে দেয়া ছিল অনিবার্য এরপর যা খুশি করেন যেখানে খুশি যতদিন যত বছর ক্ষমতায় থাকেন কেউ কিছু বলবে না l কিন্তু এই সামান্য জিনিসটা শেখ হাসিনা পারেননি l কি লাভ হয়েছে কয় টাকা এসেছে আওয়ামীলীগের এই সিন্ডিকেট থেকে দেশের বাণিজ্যর পাঁচ শতাংশ নিত্যপণ্য বাজার বা ব্যবসা না l বেশিরভাগ দেশে উৎপাদিত খাদ্য পণ্য বাকি কিছু পণ্য আমদানি করতে হয় l আলু ১২০ টাকা চাল ৬০/৭০ টাকা পাবলিক খাবে কি করবে কি?!
যারা ভবিষ্যৎ ক্ষমতায় যাওয়ার প্ল্যান করছেন তাদেরকেও বলছি নিত্যপন্যের বাজার ঠিক রেখে যা খুশি করেন অন্যথায় একি ইতিহাস আবার হবে l
চিরস্থায়ী ক্ষমতার একমাত্র সূত্র
মোটা ভাত মোটা কাপড়
ক্ষমতায় থাকো জীবন ভর l

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


