পেন্টাগনের মুখপাত্র এয়ার ফোর্সের মেজর জেনারেল প্যাট্রিক রাইডার মঙ্গলবার জানিয়েছেন, “মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বাহিনী ‘বাব আল-মান্দেব প্রণালিতে ট্রানজিটের সময় ইরান সমর্থিত হুথিদের একাধিক হামলা সফলভাবে প্রতিহত করেছে।
রাইডার সংবাদ সম্মেলনে জানিয়েছেন, “দুটি গাইডেড ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী- ইউএসএস স্টকডেল ও ইউএসএস স্প্রুয়েন্সের ওপর কমপক্ষে আটটি একমুখী আক্রমণকারী ড্রোন, পাঁচটি অ্যান্টিশিপ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং তিনটি অ্যান্টিশিপ ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে আক্রমণ চালানো হয়েছিল। ”
পেন্টাগন বেশ ফলাও করে ইয়েমেনের এই হামলার খবর প্রচার করছে l ট্রাম্প নির্বাচিত হওয়ার পর যুদ্ধ বন্ধ করবে বলে ঘোষণা দেয় l তার লক্ষণ এখনও নেই l তবে দেশের ভেতর যে অশান্তির আগুন লাগবে তা বেশ স্পষ্ট সরকারি চাকরি থেকে এক লক্ষ কর্মী প্রত্যাহার ঘোষণা সেই জন্য আবার দপ্তর করে মন্ত্রী বাহাদুর করা হয়েছে ইলেন মাস্ক l সেই সাথে নাগরিকত্ব বাতিল ইস্যু l সবই ঠিক আছে কিন্তু ইয়েমেনের হামলার খবর নিয়ে আমেরিকার এত ঢোল পেটানো বেশ সন্দেহজনক ইয়েমেনে হামলার ইস্যু কি তৈরী করা হচ্ছে!!
যদি করা হয়ে থাকে কি ভেবে প্ল্যান হচ্ছে!? ইয়েমেন দুর্বল দেশ নামবে জয় করবে!! কিন্তু বিষয়টি কি এমন হবে ইয়েমেন আরেক আফগানিস্তান হবে আমেরিকা আক্রমন করবে ওদিকে চীন রাশিয়ার অস্ত্রের ঢল নামবে হুথীদের ভাণ্ডারে l ইয়েমেন নিয়ে মনযোগ ইসরাইল থেকে সরে যাবে হামাস হিজবুল্লাহর আক্রমন বাড়বে l ইয়েমেন আক্রমন করা সিদ্ধান্ত হবে আত্মঘাতী l

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



