ইমাম সাদিক আ বর্ণিত, সুফিয়ানি ইমাম মাহদীর আবির্ভাবের অন্যতন নিদর্শন শুরু থেকে শেষ পর্যন্ত তার আবির্ভাব এবং আন্দোলন পনের মাস স্থায়ী l সে ছয় মাস যুদ্ধ করবে l যখনই সে পাঁচটি শহর দখল করবে এরপর নয় মাস শাসন করবে l একদিন বেশি হবে না l পাঁচটি শহর - দামেস্ক, জর্দান, হালব ( আলেপ্পো ) কিন্নাসরিন l
সুফিয়ানি আন্দোলন দামেস্কের বাইরে সিরিয়া জর্দান সীমান্তে হাওড়ান বা দির আ অঞ্চলে শুরু করবে l তার অভ্যাথ্যন এরা স্থানের নাম ওয়াদি ইয়াবিস ওয়া আসওয়াদ ( শুষ্ক ও কালো উপত্যকা ) সব রেওয়াতে উল্লেখিত অঞ্চল প্রায় একই l
হযরত আলী র হতে বর্ণিত, কলিজা ভক্ষণকারী হিন্দ- তনয় ( হিন্দের বংশ ) ওয়াদি ইয়াবিস থেকে বিদ্রোহ করবে সে হবে প্রশস্ত কাঁধ চেহারা ভয়ঙ্কর মাথা প্রকান্ড l মুখে বসন্তের দাগ দেখলে এক চোখ বিশিষ্ট মনে হবে তার নাম হবে উসমান পিতা আমবাসাহ ( উয়াইনাহ ) সে হবে আবু সুফিয়ানের বংশ l
ইবনে হাম্মাদের হস্তলিখিত পাণ্ডুলিপিতে বর্ণিত সুফিয়ানি আবু সুফিয়ানের পুত্র ইয়াজিদের বংশ l তার চোখে সাদা একটি বিন্দু থাকবে মুখে বসন্তের দাগ l ওয়াদি ইয়াবিস থেকে সাত ব্যক্তি নিয়ে বিদ্রোহ করবে l শামের পশ্চিমে আনদারা গ্রাম থেকে সুফিয়ানি সাতজন নিয়ে বিদ্রোহ করবে l
সুফিয়ানি শেষ নয় মাসে বেশ কয়েকটি বড় যুদ্ধ তৈরী করবে, তার মধ্যে গুরুত্বপূর্ণ কিরকিসিয় মহাসমর যা তুর্কি ( রুশ জাতি ) এবং তার সমর্থকদের বিরুদ্ধে তার যুদ্ধ l অতপঃর সে ইরাকে ইয়েমেনি ও ইমাম মাহ্দী আবির্ভাবর ক্ষেত্র প্রস্তুতকারী ইরানীদের বিরুদ্ধে যুদ্ধে করবে l কতিপয় রেওয়াতে অনুসারে ইয়েমেনি ইরানীদের সাথে থাকবে l
পবিত্র মদিনাতে সম্ভবত সুফিয়ানির কিছু সমর্থক থাকবে যারা হিজাজ সরকারের সেনাবাহিনীর পক্ষে মদিনা মুক্ত করার জন্য ইমাম মাহদীর নেতৃত্বে চালিত সেনাদের বিরুদ্ধে যুদ্ধ করবে l
সুফিয়ানি ইরাক ও হিজাজে পরাজয়ের পর ইমাম মাহদীর নেতৃত্বে সবচেয়ে বড় যুদ্ধ অর্থাৎ পবিত্র আল কুদস বিজয়ের মহা যুদ্ধে ইমামের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য শাম অথবা ফিলিস্তিন আসবে l
সংকলিত - ইমাম মাহদীর আ এর আত্ম প্রকাশ (আসরে যুহুর ) প্রকাশকাল ফেব্রুয়ারী ২০০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



