সংসার জীবনে একটি বাচ্চাই কি সব?
যাদের বাচ্চা নাই বা ছিলনা তাদের কি ভবিষ্যতে খুব সমস্যার মুখোমুখি হতে হয় কিংবা তাদের কি ভবিষ্যৎ অনিচ্চিত?
যদি বাচ্চা না নেয় তাহলে তাদের ভবিষ্যৎ. জীবনে কি ধরনের সমস্যা হতে পারে?
বিয়ে করছি প্রায় সাত বছর। আমরা দুজনই শারিরীক প্রতিবন্ধী। এছাড়াও আমার স্বামীর আর একটা অসুখ আছে যার কারনে ওকে মাসে দুইবার রক্ত নিতে হয়। আমরা দুজন ভালবেসে বিয়ে করেছি। বিয়ের আগেই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে বাচ্চা নিব না। অনেক গুলো বছর এভাবেই চলে গেছে। এ নিয়ে আমাদের নিজেদের মধ্যে তেমন কোন সমস্যা ও নেই। তবে ইদানিং কালে পারাপর্শ্বী আত্মীয় স্বজন , পরিচিত অপরিচিত , বন্ধু বান্ধব , কলিগ সবারই একটা কথা বাচ্চা নেই না কেন, বাচ্চা ছাড়া ভবিষ্যৎ কি , ভবিষ্যতে কে দেখবে , ইত্যাদি। এসব শুনে শুনে আমি এখন মানসিক ভাবে অনেক টাই বিপর্যস্ত , কি করব ঠিক বুঝে উঠতে পারছিনা। কয়েক বার ভেবেছি বাচ্চা নিয়ে নেই। যা হওয়ার হবে। কিন্তু আমার স্বামী কোনমতেই রাজি নন। আর বিয়ের আগে যেহেতু দুজন দুজনের কাছে কমিটেড ছিলাম তাই আমি জোর ও করতে পারছিনা। এ নিয়ে সুখের সংসারে কিছুটা হলেও সমস্যা হচ্ছে। এক্ষেত্রে কি করনীয় সকলের কাছে পরামর্শ চাচ্ছি...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



