আইএমডিবি রেটিংঃ ৭.৭
অভিনয়েঃ জনি ডেপ, লিওনার্ডো ডিক্যাপ্রিও, জুলিয়েট লুইস।
প্রায় ২০ বছর আগে নির্মিত (১৯৯৩) এই ম্যুভি আমি দেখলাম সপ্তাহখানেক আগে। দেখার পর বেশ কিছুক্ষন স্পিচলেস ছিলাম। লেখালেখির হাতও আমার তেমন ভালো না যে সুন্দর রিভিউ লিখবো। আর আমার যতটুকু মনে হয় লিখে এই ম্যুভিটা বোঝানো যাবেনা। জটিল মারপ্যাচের ম্যুভিও অনেক সময় বুঝানো সহজ। কিন্তু জীবন ঘনিষ্ট সহজ সরল ম্যুভির প্রানবন্ত ভাবটা লেখায় নিয়ে আসা বেশ জটিল কাজ। এই ম্যুভি নির্মানের সময় জনি ডেপ তখন উঠতি অভিনেতা আর ক্যাপ্রিও তখন শিশু অভিনেতা। পিটার হেজেস এর উপন্যাস অবলম্বনে তৈরী করা হয়েছে এই ম্যুভি।
ম্যুভির কাহিনী বেশ সহজ সরল। গ্রেপ ফ্যামিলিকে ঘিরেই কাহিনী আবর্তিত হয়, বিশেষ করে গিলবার্ট গ্রেপ (জনি ডেপ)। গ্রেপ ফ্যামিলি এন্ডোরা নামে ছোট একটা টাউনে থাকে যেখানে আধুনিক জীবন ব্যবস্থার সুযোগ সুবিধা গুলো এখনো আসেনি। গিলবার্টের মা, দুই বোন আর এক প্রতিবন্ধী ভাই আরনি(ডিক্যাপ্রিও) নিয়েই তার পরিবার। বাবা অনেক আগেই মারা গিয়েছেন আর পরিবারের দেখাশোনার দায়িত্ব এখন গিলবার্ট গ্রেপ এর। টাউনের ছোট একটা গ্রোসারি দোকানে সে চাকরী করে আর তার সবচেয়ে বড় দায়িত্ব হলো আরনিকে দেখে রাখা। রুটিন বাঁধা এই জীবনে আকস্মিকতাও তেমন একটা নেই শুধু মাত্র আরনিকে দেখে শুনে রাখা ছাড়া। গ্রেপ এর এই সাংসারিক জীবনে একটু হলেও পরিবর্তন আসে যখন দৃশ্যপটে বেকী (জুলিয়েট লুইস) এর আগমন ঘটে। গিলবার্টের জীবনে ভালোবাসার সাথে সে তার পরিবারের দায়িত্ব গুলোও কিভাবে সামলে নেয় তাই দেখানো হয়েছে।
জনি ডেপকে নিয়ে যদি কিছু বলি, তাহলেও তা কম বলা হয়ে যাবে। তার মতো ভিন্ন ভিন্ন চরিত্রে খুব সফলতার সাথে অভিনয় করতে পেরেছেন এরকম অভিনেতা খুব কমই আছেন। এই ম্যুভিতেও অসামান্য পারফর্মেন্স দিয়েছেন তিনি। ভাই এবং পরিবারের প্রতি স্নেহপূর্ণ, অতিসহিষ্ণুতা আর ‘ডাউন টু দ্য আর্থ’ চরিত্রটা অনেক বেশী সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। ম্যুভিতে ডিক্যাপ্রিও এর সাথে তার বড় ভাই- ছোট ভাই ক্যামিস্ট্রি অসাধারণ ছিলো। (আরেকটা ম্যুভিতে তাদেরকে এক সাথে দেখতে পারলে খুব ভালো লাগতো)। ম্যুভির ট্যাগলাইন ‘Arnie knows a secret. His big brother Gilbert is the greatest person on the planet.’ এইটা দিয়ে যদি কিছুটা বোঝানো যায় তাদের দুজনের পারস্পরিক সম্পর্কটা।
এবার আসি ডিক্যাপ্রিও এর দিকে। ডেপ এর অভিনয় যদি “বেশী জোস” টাইপ হয়ে থাকে, তাহলে তার অভিনয় ছিলো “বেশী জোস” এর উপর আরো এক ডিগ্রী। মানসিক সমস্যার একটা ১৭ বছরের ছেলের ভুমিকায় দুর্দান্ত অভিনয় করেছেন তিনি। ডিক্যাপ্রিও নাকি এই চরিত্রে অভনয় করার আগে কয়েকদিন তিনি প্রতিবন্ধী শিশুদের জন্যে কেয়ার হোমে গিয়েছেন ওদের সাথে কথা বলতে, ওদের ব্যবহার পর্যবেক্ষন করতে। উনার অভিনয়ের জন্যে সেই বছর অস্কার নমিনেশন পেলেও শেষ পর্যন্ত আর জেতা হয়নি।
ম্যুভির কাহিনী আগায় বেশ সহজ সরল ভাবে গিলবার্টের দৃষ্টিকোণ থেকে। জীবন ঘনিষ্ট ম্যুভি, ইমোশন, ভালোবাসা নিয়ে গড়ে উঠা কাহিনীনির্ভর ম্যুভি দেখতে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ম্যুভিটা দেখা উচিত।
আমার কয়েকটা ফ্যাভারিট ডায়লগ
Becky: I love the sky. It's so limitless.
Gilbert: It is big. It's very big.
Becky: Big doesn't even sum it up, right? That word big is so small.
Gilbert: Why will I take care of it?
Arnie: Gilbert...
Gilbert: Hmm?
Arnie: 'Cause you're Gilbert.
Gilbert: 'Cause I'm Gilbert.
Gilbert: You don't hurt Arnie, you just don't.

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




