দেবোলীনা!
হাত রাখো হাতে।
আঙ্গুলে আঙ্গুল ছুঁয়ে বিষাদ নেমে আসুক।
ঝড়াপাতার গন্ধে বসন্ত পাখি ডেকে উঠুক।
বিকেলের কমলা রঙের রোদ তুলে নাও আঁচল জুড়ে।
সন্ধেবেলা শুকতারার সাথে কথা বলো,
অকৃত্রিম আলোয় মেশাও দেহ,
উষ্ণতা ছড়াও কোমল শরীরে,
বহুদিন পাইনা তোমায়।
দেবোলীনা!
রোদ কুড়িয়ে নিয়ে এসো ঠোঁটে করে।
সফেদ কপোল জুড়ে নগরীর নোনা জল।
অধর পরশে চুমু ছড়িয়ে দাও পাগলীটা,
বাহুবন্ধনে আবদ্ধ করে রাখো,
ঢিবি ঢিবি হৃদয়ে ছুঁটে আসো নগর পেরিয়ে,
ফিসফিসে বলে যাও বিষাদ পঙক্তিমালা।
সর্বশেষ এডিট : ১৮ ই মে, ২০২৪ বিকাল ৫:৩৭