
* রাশিয়া-উক্রাইন এর যুদ্ধে দু'পক্ষই বেকায়দায় পড়ে যেভাবে সৈন্য সংগ্রহ করছে তাই দেখে জোকস'টা মনে পড়ল।
সামহোয়ার ইন এর স্বর্নযুগের একখান কৈতক(এ ধরনের জোকসকে তখন 'কৈতক' বলা হোত)
এক সৈন্য ছুটতে ছুটতে এসে হাজির এক নানের কাছে।
“সিস্টার, আমাকে খুঁজছে এক দুষ্ট পুলিশ। আমাকে বাঁচান!” বললো সে।
“ঈশ্বর তোমার মঙ্গল করুন, বাছা! তা আমি কিভাবে তোমাকে সাহায্য করতে পারি?” খোঁনা গলায় বললেন নান।
“আমি কি আপনার এই ঢোলা আলখাল্লার নিচে লুকাতে পারি?” জানতে চাইলো সৈন্য।
“নিশ্চয়ই।” সায় দিলেন নান। সৈন্য হামাগুড়ি দিয়ে তাঁর আলখাল্লার নিচে ঢুকে পড়লো।
খানিকক্ষণ বাদেই এক পুলিশ ছুটতে ছুটতে এসে হাজির।
“সিস্টার, এদিক দিয়ে কোন সৈন্যকে যেতে দেখেছেন?”
“হ্যাঁ বাছা। সে তো ওদিকে চলে গেলো ছুটতে ছুটতে।”
পুলিশ ধন্যবাদ জানিয়ে নানের দেখানো দিকে ছুটতে ছুটতে চলে গেলো।
আলখাল্লার নিচ থেকে বেরিয়ে সৈন্য বললো, “সিস্টার, আপনি আমাকে বাঁচালেন। আমি যুদ্ধে যেতে চাই না, কিন্তু ব্যাটারা আমাকে জোর করে পাঠাবেই!”
নান বললেন, “ঠিক আছে বাছা, ঈশ্বর তোমার মঙ্গল করুন।”
সৈন্য বললো, “ইয়ে, সিস্টার, একটা কথা আপনাকে বলা দরকার। আলখাল্লার নিচে বসে দেখলাম কি না-"আপনার উরুজোড়া দারুণ সুগঠিত-চমৎকার!!!"
নান বললেন, “বাছা, আরেকটু ওপরে খেয়াল করলে দারুণ একজোড়া অন্ডকোষও দেখতে পেতে। আমিও যুদ্ধে যেতে চাই না …।”
(*শিরোনামটা এক হিন্দি সিনেমায় 'চাঙ্কি পান্ডের' বিখ্যাত ডায়লগের অনুকরণে।)
এলিস সিলভার' তথাকতিথ 'জঞ্জাল' অনুবাদ করতে গিয়ে মাথার নিউরনে জট পাকিয়ে গেছে! জট ছাড়াতে তাই একটু 'জোকিং'
মহাব্লগার (মাঝে 'জ্ঞানী' হবে) বলেছে; ড: এলিস লিখেছেন "টেবলয়েট জাংকিদের জন্য"; আপনি উহাকে ফেইসবুকে দি্তে পারেন; আপনি জানেন যে ব্লগে আমি আছি, আমি টেব্লয়েড জাংকি নই।
HEY MAN-ARE YOU JOKING???
বহুবছর আগে আগে 'গরমে গরম খবর' শিরোনামে একটা পোস্ট দিয়েছিলাম। তখন 'বাংলাদেশ প্রতিদিন 'দুই টাকা' ছিল।
সেই লেখা থেকে একটা অংশ 'বদ্দা'র জন্য;
দুপুর বেলায় এরা আর দামি পত্রিকা বিক্রি করে না। দুই টাকার পত্রিকায় খবর আর মনোরঞ্জনের অভাব নেই। কার দায় ঠেকেছ অত দামী পত্রিকা কিনে পাশের যাত্রীকে মুফতে পড়াবেন।
বাসে উঠে হকার চেল্লাচ্ছে;
‘আহেমেদিজানের মার্কিন শাসকদের উদ্দশ্য করে জ্বালাময়ী বক্তৃতা। বিরোধীদলের নির্বাচন বয়কটের হুমকি,বিদ্যুৎ গ্যাস পানি নিয়ে বড় আন্দোলনের পূর্বাভাস- এই সব গরম গরম হেডিং বলে হকার ব্যাবসার কথায় আসলো; বসুন্ধরা গ্রুপের নতুন পত্রিকা 'বাংলাদেশ প্রতিদিন’ মাত্র দুই টাকা, মাত্র দুই টাকা!
কেউ নেবেন ভাই?‘পুরা পেপার ভর্তি গরম খবর'- মাত্র দুই টাকা!
কেউ একজন পিছন থেকে ডাকল’এই এইদিকে আয়’।
-হকার পত্রিকা বিক্রির আশায় এগিয়ে গেল সেই যাত্রীর উদ্দশ্যে ‘কি পত্রিকা নিবেন ছার?’
‘না- তোরে জিগাই এই গরমে এত গরম খবরের দরকার কি? পাবলিকে শুনতে চায় তরমুজ আম বাঙ্গীর দাম কমল কিনা? যা খাইলে প্রানটা জুড়ায়! পত্রিকা আলাগো কইতে পারস না, এই খবর গুলা যেন হেডিঙ এ দেয়।‘
কথা শুনে হকারের মেজাজ সপ্তমে। খোলা পত্রিকা গুটিয়ে নেমে যেতে যেতে ভীষন আক্রোশে বলতে শুনলাম,
~ওইগুলা ছাপাইলে একখান পেপারও কেউ কিনব না ?? পেপারে আম-জামের খবর ছাপায় আর আমরা সেইগুলা দিয়া ভাত রাইন্ধ্যা খাই।‘
বিশেষ অনুরোধঃ এ লেখার বিশেষ কোন উদ্দেশ্য নাই- এইটা একটা সিরিয়াস ফান পোস্ট! বিষয়বস্তু নিয়ে মজার মন্তব্য করুন। দয়া করে কাউকে ব্যক্তি আক্রমন ও নোংরা মন্তব্য করবেন না।
সর্বশেষ এডিট : ২৯ শে অক্টোবর, ২০২২ বিকাল ৪:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




